"প্রভুপাদ লীলামৃত।"

------------------------------

"ভক্তবৃন্দ প্রসাদম রন্ধন করবেন।"

----------------------------------------------


পূর্বভক্তি দাস:---এক রবিবার ‌ভোজন উৎসব চলছিল, প্রভুপাদ সেখানে ছিলেন। সেখানে আরো অনেক লোক ছিল। কিছু গুজরাটি পাচকও সেখানে ছিলেন। তাদের মধ্যে একজন প্রসাদম তৈরি করেছিলেন। সকলে প্রসাদম গ্রহণ করেছিলেন। প্রভুপাদ আমাকে জিজ্ঞাসা করেছিলেন,"তুমি এই প্রসাদম নিয়ে এসেছি?" তারপর তিনি কিছুটা প্রসাদম গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন,"এই প্রসারণ ভালো হয় নি।কে তৈরি করেছে?"তখন মহাংস তাঁকে বলেছিলেন, একজন গুজরাটি পাচক‌‌‌। বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। প্রভুপাদ বলেছিলেন,"ওকে সরিয়ে দাও। ভক্তদের উচিত প্রেম এবং প্রীতি সহযোগে ভগবানের জন্য রন্ধন করা,তবেই ভগবান শ্রীকৃষ্ণ তা গ্রহণ করেন।"

Post a Comment

0 Comments