🙏🙏হরে কৃষ্ণ🙏🙏

 

👉👉"ছয় বেগ", 

👉👉"ছয় দোষ", 

👉👉"ছয় গুণ" ও 

👉👉"ছয় সৎসঙ্গ" কি??


 *••••┉━☘️"ছয় বেগ"☘️━┅••••*

ছয় বেগ দমি' ছয় দোষ শোধি' ছয় গুন

                   দেহ দাসে।

ছয় সৎসঙ্গ দেহ হে আমারে, বসেছি

                    সঙ্গের আশে।।


 🌼•শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের এই ভজনের ছয় বেগ হলো--


"বাচো বেগং মনসঃ ক্রোধ বেগং      জিহ্বাবেগমুদরোপস্থবেগম্।

এতান্ বেগান্ যো বিষহেত ধীর

            সর্ব্বামপীমাং পৃথিবীং স শিষ্যাৎ॥"


         ☘️☘️(উপদেশামৃত)☘️☘️


🌼•(১)বাক্যবেগঃ--* কৃষ্ণ সম্বন্ধীয় কথা ছাড়া জড়জাগতিক কথা,বৃথা গালগল্প,প্রজল্প, অপরের উদ্বেগ ও দুঃখকর বচন প্রয়োগ।


 🌼•(২)মনোবেগঃ-- নানা রকমের মনগড়া কার্যকলাপ।সংযমহীন মন যা চায় তাই করা।


 🌼•(৩)ক্রোধবেগঃ-- ইন্দ্রিয়  ভোগে ব্যাঘাত হেতু রূঢ় আচরণ ও বিক্ষুব্ধ হওয়া।


🌼•(৪)জিহ্বাবেগঃ-- নানা স্বাদের খাদ্য লালসা।


 🌼•(৫)উদরবেগঃ-- অতিরিক্ত ভোজন।


🌼•(৬)উপস্থবেগঃ-- স্ত্রী পুরুষ সঙ্গ লালসা।


 🌼•শাস্ত্রে বলা হয়েছে এই ছয় প্রকার বেগ যিনি দমন করত সমর্থ তিনি সমগ্র পৃথিবীকে শাসন করতে পারেন।


      •••••┉━☘️ছয় দোষ☘️━┅•••••


 ছয় বেগ দমি' ছয় দোষ শোধি' ছয় গুন দেহ দাসে।

 ছয় সৎসঙ্গ দেহ হে আমারে, বসেছি সঙ্গের আশে॥


শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের"শ্রী বৈষ্ণব কৃপা প্রার্থনা"তে উল্লিখিত এই ছয় দোষঃ---


 অত্যাহারঃ প্রয়াসশ্চ প্রজল্পো নিয়মাগ্রহঃ।

  জনসঙ্গশ্চ লৌলঞ্চ ষড়ভির্ভক্তির্বিনশ্যতি।


     ☘️☘️(উপাদেশামৃত)☘️☘️


 🌼•(১) অত্যাহারঃ-- প্রয়োজনের অতিরিক্ত দ্রব্যের সংগ্রহ ও সঞ্চয় ।


🌼•(২)প্রয়াস-- পার্থিব সম্পদ লাভের জন্য অত্যধিক প্রচেষ্টা।


🌼•(৩)প্রজল্পঃ-- বৃথা বাক্যালাপ,অনাবশ্যক গ্রাম্য কথা।


 🌼•(৪)নিয়মাগ্রহ-- নিয়মের প্রতি অত্যধিক আগ্রহ,কিম্বা নিয়মকে অবহেলা।


 🌼•(৫)জনসঙ্গঃ-- কৃষ্ণভাবনাবিমুখ জড়বিষয়ী লোকের সঙ্গ।


 🌼•(৬)লৌল্যঃ-- চিত্তের চঞ্চলতা;পার্থিব সুখ লাভের বাসনায়


 ☘️☘️কোন ব্যক্তি যখন  উপরোক্ত ছয়টি দোষের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে,তখন তার পারমার্থিক জীবন বিনাশ প্রাপ্ত হয়।


 *••••┉━☘️ছয় গুণ☘️━┅••••*


 ছয় বেগ দমি' ছয় দোষ শোধি' ছয় গুন দেহ দাসে।

     ছয় সৎসঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আশে।।*


শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের "শ্রী বৈষ্ণব কৃপা প্রার্থনা" তে উল্লিখিত "ছয় গুণঃ----


 *"উৎসাহান্নিশ্চয়াদ্ধৈর্যাত্তত্তৎকর্মপ্রবর্তনাৎ।*

*সঙ্গত্যাগাৎ সতোবৃত্তেঃ ষড়্ ভির্ভক্তিঃ প্রসিধ্যতি॥


          ☘️☘️(উপদেশামৃত)☘️☘️


 🌼(১)উৎসাহঃ--* ভজন সাধন অর্থাৎ ভগবৎসেবা অনুশীলনে উৎসাহ।


 🌼(২)নিশ্চয়তা--* পরমেশ্বর *ভগবান শ্রীকৃষ্ণ* আমাকে অবশ্যই রক্ষা করবেন এই দৃঢ় বিশ্বাসে কৃষ্ণানুশীলন। *অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন।*


 🌼(৩)ধৈর্যঃ--* ভগবৎ প্রেম লাভের জন্য ধৈর্য।বিধিনিষেধ পালনে শৈথিল্য না করা।


 🌼(৪)তত্তৎকর্ম প্রবর্তনঃ--* শ্রবণ, কীর্তন ইত্যাদি ভক্তি-অনুকূল কর্ম সম্পাদন।


 🌼(৫)সঙ্গত্যাগঃ-- ভণ্ড,নাস্তিক,মায়াবাদী,স্ত্রৈণ,অভক্ত ও বিষয়ীর সঙ্গ ত্যাগ।


 🌼(৬)সতোবৃত্তি--* পূর্বতন মহান বৈষ্ণব আচার্য,গোস্বামীগণের পদাঙ্ক অনুসরণ।


 *এই ছয়টি বিধি অনুসারে পারমার্থিক জীবন-যাপন করলে ভক্তিযোগে অবশ্যই সিদ্ধিলাভ করা যাবে।*


 *••••┉━☘️ছয় সৎসঙ্গ☘️━┅••••*


 *"ছয় বেগ দমি' ছয় দোষ শোধি' ছয় গুন দেহ দাসে।*

 *ছয় সৎসঙ্গ দেহ হে আমারে, বসেছি সঙ্গের আশে॥"


*শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের* *"শ্রী বৈষ্ণব কৃপা প্রার্থনা"* তে উল্লিখিত এই 


            ☘️☘️ছয় সৎসঙ্গ☘️☘️


প্রীতির সহিত কৃষ্ণভক্ত সঙ্গ ছয় প্রকারে সাধিত হয়।*

*"দদাতি প্রতিগৃহ্নাতি গুহ্যমাখ্যাতি পৃচ্ছতি।*

*ভুঙক্তে ভোজয়তে চৈব ষড়বিধং প্রীতিলক্ষণম্॥*


            ☘️☘️(উপদেশামৃত)☘️☘️


🌼(১)ভগবদ্ ভক্তকে প্রয়োজনীয় দ্রব্য প্রীতিপূর্বক দান করা।*


🌼(২)ভক্তের প্রতিদান সাদরে গ্রহণ করা।*


🌼(৩)নিজের মনের কথা ভক্তের নিকট প্রকাশ করা।*


🌼(৪)ভজন বিষয়ক কথা ভক্তকেই জিজ্ঞাসা করা।*


🌼(৫)ভক্তের দেওয়া ভগবৎ প্রসাদ গ্রহণ করা।*


🌼(৬)ভক্তকে ভগবৎ প্রসাদ নিবেদন করা।*


হরে কৃষ্ণ

Post a Comment

0 Comments