রাজা বিক্রমাদিত্য একদিন বন দিয়ে আসার সময় তাকে  এক বেতাল ধরে ফেলে এবং বলে আমার প্রশ্নের উত্তর না দিলে যেতে দিবে না।বিক্রমাদিত্য তখন বলল বল তোমার কি প্রশ্ন?? বেতাল বলল দেখি তাইলে বল

এখানে আছে,ওখানে নেই।

এখানে নেই,ওখানে আছে।

এখানেও আছে,ওখানেও আছে।

এখানেও নেই,ওখানেও নেই।

প্রশ্ন শুনে বিক্রমাদিত্য বলল আমি একটা গল্প বলে উত্তর দিচ্ছি।

এক সময় এক সাধু কে এক রাজপুত্র, মুনি পুত্র, ভক্ত,কসাই প্রণাম করেছিল আর সাধুটি তাদের আশীর্বাদ দিয়েছিল এই বলে।


রাজপুত্র চিরঞ্জীব, মুনিপুত্র মা জীব

কৃষ্ণভক্ত জীব বা মর বা, কসাই মা জিও বা মা মর।।।


১)  রাজপুত্রের জন্য এইজগতে অনেক সুখ কিন্তু পরজীবনে নেই।তাই বেশিদিন বেচে থাক।

২) মুনিপুত্রের এই জগতে কিছু নেই সব পরজগতে তাই এখনই মরে যাও।

৩)  কৃষ্ণভক্ত এই জগতে এবং পরজগত উভয় জগতে সুখী তাই বাচলেও সুখী, মরলেও সুখী। 

৪) কসাই এই জগতে ও নরকে আছে,মরার পরে ও নরকে যাবে কোথাও সুখ নেই তাই, সে মরলেও কি বাচলেও বা কি।

উত্তর শুনে বেতাল খুশি হয়ে বিক্রমাদিত্য কে যেতে দিল🙏

Post a Comment

0 Comments