শ্রী নৃসিংহ চতুর্দশী ২০২১ উপলক্ষ্যে ধারাবাহিক নৃসিংহ লীলা। (নিঃসন্তানের সন্তান লাভ)

 শ্রী নৃসিংহ চতুর্দশী ২০২১ উপলক্ষ্যে ধারাবাহিক নৃসিংহ লীলা।

(নিঃসন্তানের সন্তান লাভ) 



একবার প্রতিদিনের মতো শ্রীধাম মায়াপুরে সেদিনও নৃসিংহদেবের পূজা চলছিল। পঙ্কজাঙ্ঘ্রী প্রভু লক্ষ্য করলেন যে, নৃসিংহদেবের গলার মালা থেকে একটি ফুল খসে পড়ল। এই দেখে তিনি দর্শনার্থীদের জিজ্ঞাসা করলেন, "আপনারা কেউ কি নৃসিংহদেবের নিকট বিশেষ কোনও প্রার্থনা করছেন?" 


সামনের দিকের দর্শনার্থীরা কেউ কিছু বললেন না, কিন্তু পিছনের দিক থেকে এক মহিলা অশ্রুসজল চোখে এগিয়ে এলেন। তিনি বললেন, "আমার একমাত্র মেয়ের চার-পাঁচ বছর হল বিবাহ হয়েছে কিন্তু তার কোনও সন্তানাদি হয়নি। তার শ্বশুরবাড়ির লোকেরা এটিকে অশুভ বলে মনে করছেন।"


তাই আমি নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছিলাম যে, তিনি যদি তাকে এই অসহায় অবস্থায় সাহায্য করেন। তারপর পঙ্কজাঙ্ঘ্রী প্রভু বললেন, "আপনার প্রার্থনা নৃসিংহদেব মঞ্জুর করেছেন।" তার প্রমাণ হচ্ছে, তাঁর গলার মালা থেকে এই ফুলটি খসে পড়েছে। 


পঙ্কজাঙ্ঘ্রী প্রভু মাতাজীকে বললেন, "আপনি এটি নিয়ে যান, ভাল করে রাখবেন। আপনি এই ফুল ধুয়ে সেই জল আপনার মেয়েকে পান করাবেন।" 


একবছর পর সেই মহিলা তাঁর মেয়ে-জামাই এবং নবজাত শিশু-পুত্রকে নিয়ে হাসিমুখে নৃসিংহদেবের সামনে উপস্থিত হলেন। তিনি পঙ্কজাঙ্ঘ্রী প্রভুকে তাঁর আগের বছরের প্রার্থনা স্মরণ করিয়ে দিলেন এবং বললেন, "শ্রীনৃসিংহদেবের কৃপায় আমার মেয়ের এই পুত্র-সন্তান লাভ হয়েছে। আমরা তার নাম দিয়েছি প্রহ্লাদ।"


এই বলে তাঁরা সকলে মিলে পুনরায় শ্রীশ্রীনৃসিংহদেবের নিকট খুব ভালভাবে পূজা দিলেন

Post a Comment

0 Comments