মায়াপুরে ভগবান নৃসিংহদেব এর অলৌকিক লীলা.........

 


মায়াপুরে ভগবান নৃসিংহদেব এর অলৌকিক লীলা.........

২২ শে এপ্রিল,২০০৫

রচিতাম্বরা মাতাজীর নাতনী রেবতী সুন্দরী দেবী দাসী, বয়স ৮ বছর।ইসকন মায়াপুরের গৃহস্থ পাড়ায় পার্ক এ খেলা করছিল।ওখানে বাশ দিয়ে তৈরি একটি ঘর ছিল যার ছাদে বসে সে খেলছিল।হঠাত ছাদ ভেংগে যায়।পড়ার সময় তার মাথা নিচের দিকে ছিল,তার উপরে ঘরের চাল ভেংগে মাথার উপরে পড়াতে মেয়েটা গুরুতর আহত হয়।

গুরুকুলের হোমিও ডাক্তার গৌরবাবুর কাছে আনা হলে,তিনি চিকিৎসা করেন ও সিটি স্ক্যান করতে বলেন।

তিনদিন পর রেবতী রাতে জেগে উঠে হঠাত রক্তবমি করতে থাকে।নাক দিয়ে রক্ত বের হতে থাকে।তাকে স্নায়ু বিশেষজ্ঞের নিকটে নিয়ে যাওয়া হয়।সিটি স্ক্যান করা হয়! রিপোর্ট এ দেখা যায় ওর মস্তিষ্কে রক্ত জমা হয়েছে ও হাড়ে ফাটল দেখা দিয়েছে।প্রচন্ড মাথা যন্ত্রনা হচ্ছিল ওর। দুইদিন এর টানা চিকিৎসা তেও কিছু কমছিল না।আস্তে আস্তে ডাক্তাররা ওর আসা ছেড়ে দিলেন।নিস্তেজ হয়ে পড়ছিল ও।অপারেশন এর সিদ্ধান্ত নিল ওর পরিবার।

রচিতাম্বরা মাতাজী তখনই নৃসিংহদেব এর পূজারী পঙকজাংঘ্রী প্রভুকে জানালেন ফোন করে।প্রভু ওর জন্য বিশেষ পূজার ব্যবস্থা করলেন।সকাল ৫ টা থেকে ৭ টার মদ্ধ্যে তা সম্পন্ন হল।

এর পর পরই অপারেশন এর আগে সর্বশেষ সিটি স্ক্যান করতে গিয়ে ডাক্তারদের চোখ ছানাবড়া।সিটি স্ক্যানে দেখা গেল তার মস্তিষ্কের ক্ষত অলৌকিক ভাবে সেরে গেছে,আর নাক দিয়ে রক্ত পড়া,বমি সব ই আস্তে আস্তে কমতে শুরু করেছে।অল্প সময়ের মধ্যেই সে সুস্থ হয়ে উঠল।

ছোট্ট রেবতী ওর দিদাকে বলল,"পরের বারে এমন কিছু যদি ঘটে তো আমাকে ডাক্তারের কাছে না নিয়ে নৃসিংহদেব এর কাছে নিয়ে যেও!!"

জয় ভক্তিবিঘ্নবিনাশক নৃসিংহদেব ভগবান কি জয়!!!

Post a Comment

0 Comments