শ্রীপাদ পঙ্কজাঙ্ঘ্রী প্রভু ও শালগ্রাম শিলা

 শ্রীপাদ পঙ্কজাঙ্ঘ্রী প্রভু ও শালগ্রাম শিলা


একবার মন্দিরের বেদীর শালগ্রাম শিলা পাওয়া যাচ্ছিল না। তখন পূজারিগণ খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কেউ কেউ চিন্তা করছিলেন, শালগ্রাম কী কোনোভাবে কাপড়ের বাক্সে প্রবেশ করে আলমারিতে চলে গিয়েছেন, অথবা সিংহাসনের কোনো অংশে লুকায়িত হয়েছেন। এভাবে সবাই উদ্বিগ্ন ছিলেন। 

তখন শ্রীপাদ পঙ্কজাঙ্ঘ্রী প্রভুর হৃদয়ে এমন ভাব এলো, তিনি ভাবতে লাগলেন, হয়তো শালগ্রাম শিলা তো হিমালয়ের শীতল অঞ্চল থেকে এখানে এসেছিলেন, তিনি হয়তো এই গ্রীষ্মের উত্তাপ সহন করতে না পেরে শীতল স্থানে চলে গিয়েছেন।

তিনি তৎক্ষণাৎ বিগ্রহের রন্ধনকক্ষের ডিপ ফ্রিজ খুলে দেখেন শালগ্রাম শিলা সহাহ্যবদনে বরফের মধ্যে বসে আছেন। 

#হরেকৃষ্ণ_সমাচার #শ্রীপাদ_পঙ্কজাঙ্ঘ্রী_প্রভু

Post a Comment

0 Comments