নামে রুচি,জীবে দয়া ও বৈষ্ণব সেবা ",মহাপ্রভুর সমস্ত শিক্ষার সারমর্ম,
🍀🍀🍂প্রশ্ন: ০১- "নামে রুচি,জীবে দয়া ও বৈষ্ণব সেবা ",মহাপ্রভুর সমস্ত শিক্ষার সারমর্ম, তো এইযে "বৈষ্ণব সেবা",এই বৈষ্ণব সেবা বলতে কি শুধু আমরা Devotee care বুঝি নাকি আরো বেশি কিছু included থাকে,যাতে আমরা আরো কিছুতে engaged থাকতে পারবো,বৈষ্ণব সেবার মাধ্যমে,..নাকি শুধু Devotee care টাকেই আমরা বৈষ্ণব সেবা হিসেবে ধরবো..?এইটাই আমার প্রশ্ন..🍂🍀🍀
🍂উত্তর- বৈষ্ণব সেবার মধ্যেই Devotee care রয়েছে..সেইজন্য মহাপ্রভু শব্দটি ব্যবহার করলেন " বৈষ্ণব সেবা"..বৃন্দাবন দাস ঠাকুর এক জায়গায় বর্ননা করেছেন যে,মহাপ্রভুর আর্বিভাবের একটি কারন হচ্ছে যে এই জগতে,"বৈষ্ণব সেবার গুরুত্ব প্রদান করার জন্য"...তো বৈষ্ণব সেবার মধ্যে,সবকিছু রয়েছে.সবকিছু অন্তর্ভুক্ত..
🍂তুমি কাউকে প্রসাদ পরিবেশন করছো, part of devotee care..
🍂তুমি দেখবে বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনীতে.,মহাপ্রভু যখন গৃহস্থ লীলা প্রকাশ করছিলেন নবদ্বীপে,সেইখানে কিভাবে বিষ্ণুপ্রিয়া দেবী,ভক্তদের প্রয়োজন মত দান করছেন,প্রত্যেকটা দিন..it’s part of devotee care..
🍂কারো শরীর খারাপ তুমি তার পাশে দাঁড়াচ্ছো,-Devotee care..
🍂অনেকসময় ভক্তরা জপ করছে না,তুমি তাকে চিনো,তোমার তার সাথে সম্পর্ক ভালো,তুমি তাকে বুঝাচ্ছো যে,কি ভাবে ভগবতভক্তিকে আরো গুরুত্বের সহিত গ্রহন করা উচিত..,It's part of devotee care..
🍂ভক্তদের পাশে থাকা,এবং সাধ্যমতো তাদের সেবা করার চেষ্টা করা হচ্ছে,Devotee care..
🍂একদম প্রসাদ সেবা থেকে শুরু করে,দুষ্ট ভক্তদের পাশে থাকা,এইসব ই হচ্ছে Devotee care..
🍂For example, কেউ একটু গরীব তার ভগবতগীতা কেনার সামর্থ্য নেই,তুমি তাকে একটা গীতা কিনে দিচ্ছো..,it’s Devotee care.. এইসব ই হচ্ছে Devotee care...
🍂আমরা কমবেশি প্রত্যেকে,প্রত্যেকদিন কোন না কোনভাবে Devotee care, বা সেবাতে যুক্ত থাকি..
🍂এখন কি করতে হবে,..আমাদের সচেতন ভাবে আরেকটু বেশি চেষ্টা করতে হবে যে,কিভাবে ভক্তদের পাশে থাকা যায়..
🍂কারন আমরাও কিন্তু একই জিনিস চাই,,যে ভক্তরা আমাদের পাশে থাকুক..আর আমরা যদি ভক্তদের পাশে না থাকি,তাহলে কে থাকবে..ভক্তরা যদি ভক্তদের পাশে না থাকে,তাহলে কে থাকবে আমাদের পাশে..?
🍂সেইজন্য প্রভুপাদ এই ইসকন পরিবার তৈরী করেছেন..It's very important..
🍂তুমি দেখবে যখন আমরা এইরকম মনোভাব নিয়ে সেবা করি,..কারন অনেক সময় নিজের জন্য তেমন কিছু করতে ভালো লাগে না..অন্যের জন্য একটু কস্ট স্বীকার করতে ঠিক লাগে..
🍂বাবা-মা হয়তো নিজের জন্য বাইরে থেকে কিছু কিনতে চাইছে না..দই,মিস্টি,..আবার যাবো গরমে..!!হেটে যাবো,দরকার নেই...!কিন্তু তার সন্তান যখন বলবে যে,"বাবা আমি ওইটা খাবো,",তখন যত কস্টই হোক বাবা বেরিয়ে পড়বে..
🍂ভগবান খুব খুশি হোন যখন একজন ভক্ত অপর ভক্তকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন....
🍂গুরুমহারাজ বলছিলেন,"ভগবানের একমাত্র কাজ যে ভক্তদের দেখাশোনা করা.."তো সেইখানে যদি কোন ভক্ত অপর ভক্তকে সাহায্য করে,ধরো তুমি কোন কাজ করছো,তোমাকে কেউ এসে সহযোগিতা করলো,তোমার তো ভালোই লাগবে, তাই না..
🍂ভগবান তো নিজে বলছেন,"আমি একা এত কি করে করবো,"...Of course উনি ভগবান,কিন্তু আমাদেরকে যুক্ত করার জন্য,আমাদের হৃদয়কে শোধন করার জন্য,ভগবান আমাদেরকে এই সুযোগটা দিচ্ছেন...
🍂"ভক্ত সেবার মাধ্যমে", "Devotee Care "এর মাধ্যমে,আমরা আমাদের ভক্তিপথে এগিয়ে যেতে পারি..
🍂সেইজন্য এইটা যখন আমরা সচেতন ভাবে চিন্তা করবো,মনটা অনেক শান্ত থাকে...
🍂কারন অনেক সময় যাকে আমরা সাহায্য করার চেষ্টা করি,আত্মীয় হোক বা যেই হোক রাগ চলে আসে মাথায়..
🍂For example,তুমি কখনো লক্ষ্য করেছো,ছোট্ট ছেলেমেয়েরা বাবা-মা কে এক প্রশ্ন কতবার জিজ্ঞেস করে..বাবা-মা বিরক্ত হয়না..উত্তর দিতেই থাকে..কিন্তু সেই ছেলে-মেয়ে যখন বড় হয়,আর বাবা-মা একটু বয়স্ক হয়,বাবা-মা যদি কোন কিছু ২বার জিজ্ঞেস করে,ছেলে -মেয়ে রেগে যায়...কিন্তু কয়েকবছর আগে,এই ছেলে-মেয়েই একটি প্রশ্ন যখন বারবার করতো,বাবা-মা কিন্তু বিরক্ত হতো না..
🍂একটা মূখ্য উপায় হচ্ছে,বুঝা উচিত,এরা ভক্ত..,আমার সেবা করা উচিত..Devotee care...
🍂যখন তুমি Devotee care এর গুরুত্বটা বুঝবে,তখন একটু শান্ত হবে..,It's okay..
🍂একটা সময় আসে যখন বাবা-মা অনেক কিছু বুঝতে পারে না,শিশুসুলভ আচরণ করে..তখন সন্তানের উচিত বাবা-মায়ের ভূমিকা নেয়া..গায়ের জোর দেখানোর জন্য নয়..আরেকটু সহনশীল..আরেকটু বাবা-মা কে বুঝা..ঠিক যেমন বাবা-মা আমাকে বুঝেছিলো,ছোট্টবেলায়...হাত ধরে,ধরে শিখিয়েছে..এখন সন্তানের কর্তব্য,কুড়ি বছর আগে বাবা আমার উপর যেইরকম ভূমিকা পালন করেছিলো,...It is part of Devotee care..এইটাও তো সেবা..তোমার বাবা ভক্ত,কিন্তু সে তোমার বাবা বলে তাকে সেবা করা,এইটা Devotee care না..?অন্যকাউকে সেবা করা,ভক্ত সেবা হয়ে গেলো..
🍂এই পুরোটা culture, সংস্কৃতি তৈরী করা দরকার,.."Cultural Devotee Care"...সংস্কৃতি..ভক্তদের সেবা করা,একটি সংস্কৃতি..
🍀🍀🍂প্রশ্ন:০২- আপনি বলছিলেন "Devotee caring" এর সময় যে সাহায্য করবে,এবং যে সাহায্য নিবে,দুইজনকেই খুব সর্তক থাকতে হবে,..তো এক্ষেত্রে অনেকসময় দেখা যাচ্ছে যে,আমি আমার opposite sex এর কোন ব্যক্তিকে,যিনি ভক্তিজীবনে নতুন এসেছে,এবং সে আমার অনুপ্রেরণায় ভক্তিজীবনে এসেছে,..কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে যে,আমি যখন তার যত্ন নিচ্ছি,অর্থাৎ সাধু গুরু বৈষ্ণবরা আমাদের যেইভাবে বলছেন,সেই ভাবে যত্ন নেয়ার চেষ্টা করছি,কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে যে,তার আমার উপর একটা emotional attachment চলে আসছে...
এবং ওই বিষয়টা যখন আমি বুঝতে পারছি যে,আমার যত্ন নেয়ার ফলে উনি একটা opposite মনোভাবে চলে যাচ্ছে,তখন আমি সাবধান হওয়ার চেষ্টা করছি..কিন্তু তার ফলে সে কস্ট পাচ্ছে,এবং দেখা যাচ্ছে যে,আমি আগে যেইরকম তার যত্ন নিতাম,কিন্তু উনার এই রকম ইচ্ছা/মনোভাবের ফলে,আমি তার সাথে ওইভাবে আর যত্ন নিতে পারছি না..
এবং এর ফলে সে ভাবছে যে,আমি তাকে আর কোন যত্ন নিচ্ছি না..তাই এক্ষেত্রে আমার কি কোন অপরাধ হবে তার কাছে বা এই মূহুর্তে আমার তার সাথে কি ব্যবহার করা উচিত..?🍂🍀🍀
🍂উত্তর - অপরকে ভগবতভক্তিতে সাহায্য করা হচ্ছে অনেক শুদ্ধ..কৃষ্ণভাবনাময় হচ্ছে অনেক শুদ্ধ..,very pure..তো স্বাভাবিক ভাবে যখন এইরকম পরিস্থিতি আসে,তখন সব উলট-পালট হয়ে যায়..
🍂তুমি চেষ্টা করছো তাকে ভক্ত বানানোর জন্য,তারপর কিছুদিন পর পুরো বিষয়টা আর কৃষ্ণভাবনামৃত থাকে না..
🍂তারপর ইন্দ্রিয় তৃপ্তি বা মানসিক তৃপ্তি এইসবে বেশি মনোনিবেশ হয়ে যায়..এইটা হয়..তাই অত্যন্ত সাবধান থাকতে হয়..
🍂এবং যখন ই তুমি বুঝছো,তুমি এদিকে এগোচ্ছো,তুমি সেইখান থেকে পিছিয়ে আসো..It's okay..যে জিনিসটা এইরকম হলে ঠিক হচ্ছে না..
🍂হ্যাঁ স্বাভাবিক ভাবে,একটু তো কস্ট লাগবেই,কিন্তু ওই কস্ট লাগাটা মনে হয় দুইদিন পর শান্ত হয়ে যাবে...
কিন্তু যদি ওইসময়ে না বন্ধ করো,তাহলে যে কি হবে,এরপর আর শান্ত হবে না...
🍂তো সাময়িক ভাবে ও একটু অসন্তুষ্ট হবে..কিন্তু পরে বুঝতে পারবে..
🍂তো দেখো,সাময়িক ভাবে,অনেকে তো কস্ট পায়..,যখন বাবা তার সন্তানকে কোন কিছু নিষেধ করে,কিন্তু পরে সেইটা বুঝতে পারে..পরে শান্ত হয়ে যায়...
🍂আর বিশেষ করে প্রচারকদের ক্ষেত্রে,উভয় ক্ষেত্রে,মাতাজীদের ক্ষেত্রে,প্রভুজীদের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই এইটা হয়,এই পরিস্থিতি আসে...
🍂সাবধানে থাকতে হবে আমাদেরকে..একটা সীমার মধ্যে থাকতে হবে..রাত ১২ টার সময় ফোন করে খবর নেয়া উচিত না,যে" আপনি ঠিক আছেন..?"
ওইটা তো দিনের বেলায় বলা যায়,রাত ১২টার সময় ফোন দিয়ে খবর নেয়ার কি আছে..
🍂তো কিছু কিছু বাস্তবিক পদক্ষেপ আমরা নিতে পারি,যার ফলে এইগুলো এড়ানো যায়..
🍂আর যখন বুঝবে এই রকম পরিস্থিতি,তখন একটু পিছিয়ে যাও..সাময়িক ভাবে সে কস্ট পেতে পারে,তাকে বুঝাও..সে বুঝবে...এখন না বুঝলেও ২ দিন পরে বুঝতে পারবে..ওইটা নিয়ে বেশি চিন্তা করো না..সাবধান থাকা ভালো...
--শ্রীপাদ নাড়ু গোপাল দাস প্রভু(জপক্লাস,০৩-০৬-২০২১)
****আপনারাও সকলে হরিনামের আরো অধিক মাহাত্ম্য ও জীবনকে সঠিক ভাবে নিয়ন্ত্রনের বিশেষ উপায় প্রভুর শ্রীমুখ থেকে শ্রবন করতে চাইলে,প্রতিদিন জপ ক্লাসে অংশ নিতে পারেন...
জুম আইডি- 7482827426, Facebook Page- Naru Gopal Das...
বাংলাদেশ সময় -সকাল- ০৫.৩০ এবং ভারতীয় সময় সকাল-৫.০০....
হরিবোল..🙏
0 Comments