একই ফুলে প্রজাপতি, মাকড়শা, মৌমাচি বসলে ও প্রজাপতি শুধু ফুলের কলি চুষে, মাকড়শা সংগ্রহ করে বিষ,মৌমাচি সংগ্রহ করে মধু।।


গঙ্গা নদী তার তীরে থাকা সবাইকে সমান জল প্রদান করলেও নিমবৃক্ষ তিতা ফল, আম বৃক্ষ সুমিষ্ট ফল প্রদান করে।


কলের টেপ চালু করলে জল পাওয়া যাবে, গ্লাস নিলে, গ্লাস পরিমাণ, বালতি নিলে, বালতি পরিমাণ,ড্রাম নিলে, ড্রাম পরিমাণ জল পাওয়া যাবে।


সূর্য সবার জন্য অকাতরে আলো দিলেও পক্ষী পেচা কিন্তু সে আলো পায় না কারণ সে দিনের বেলা বের হয় না।


একটি মহিলা রাস্তা দিয়ে হেটে গেলে বাঘ দেখে মাংশপিন্ড হিসেবে, কামুক ব্যক্তি দেখবে ভোগের বাসনা নিয়ে, আধ্যাত্মিকভাবে উন্নত ব্যক্তি দর্শন করবে অাত্মারুপে।।।।


তাই একই জিনিস হলেও ব্যক্তির চেতনা,গ্রহণযোগ্যতা অনুসারে জ্ঞান,উপলব্ধি লাভ হয়।।।।

Post a Comment

0 Comments