শ্রীমতী রাধিকার পঁচিশটি মুখ্য গুণ


অনন্তগুণ শ্রীরাধিকা পঁচিশ প্রধান। 

সেই গুণের বশ হয় কৃষ্ণ ভগবানম্।।


(চৈঃ চঃ মধ্য ২৩/৮৬)


অনুবাদঃ “তেমনই, শ্রীমতী রাধারাণীর অনস্ত গুণের মধ্যে পঁচিশটি গুন প্রধান।  শ্রীকৃষ্ণ সেই গুনের বশীভূত।"


১। মধুরা-- তিনি অত্যন্ত মধুর স্বভাব সম্পন্না।


২। নব রমাঃ--যৌবনসম্পন্না। তিনি সর্বদাই নবযৌবন্য সম্পন্ন তারুণ্যময়ী।


৩। চল-অপাঙ্গ--চঞ্চল নয়ন বিশিষ্ট; তাঁর নয়নদ্বয় চঞ্চল।


৪।উজ্জ্বল-স্মিতা--উজ্জ্বল স্মিতহাস্য শোভিতা; তিনি উজ্জ্বলরূপে স্মিতহাস্য করেন।


৫। চারু সৌভাগ্যরেখাঢ্যা--শরীরে সুন্দর, শুভময় রেখা সমন্বিতা, শ্রীরাধিকার কমলহস্ত-চরণাদিতে সুচারু, শুভময় রেখাদি রয়েছে।

৬। গন্ধোন্মোদিত মাধব-অপু অঙ্গ সৌরভের দ্বারা মাধবকে

উন্মত্ত করবে গুণসম্পন্না। শ্রীরাধা তাঁর অঙ্গ-গন্ধ দ্বারা কৃষ্ণ চিত্তকে আমোদিত করেন।

 ৭। সঙ্গীত-প্রসারাভিজ্ঞা--সঙ্গীত বিস্তারে সুবিজ্ঞা; তিনি সঙ্গীত কলায় অত্যন্ত নিপুনা।


৮। রম্যবাক্--মনোরম বাকশৈলী সম্পন্না; তাঁর কথা অত্যন্ত চিত্ত রম্য, সকলের মনোমুগ্ধকর।

 ৯। নর্ম-পণ্ডিতা---পরিহাসে সুনিপুণা; তিনি রঙ্গ-পরিহাসে অত্যন্ত সুপটু এবং তিনি সুন্দর কথা বলায় নিপুণা।


১০। বিনীতা--বিনীতস্বভাব সম্পন্না; তিনি অত্যন্ত বিনীতা, নম্র স্বভাব সম্পন্না।


১১। করুণাপূর্ণ--করুণাগুণসম্পন্না; তিনি সর্বদাই করুণাময়ী।


১২। বিদগ্ধা--রসজ্ঞা; তিনি রসকলায় সুবিজ্ঞা৷


১৩। পাটবান্বিতা--কর্তব্য সম্পাদনে সুনিপুণা; তিনি তাঁর কর্তব্যাদি সম্পাদনে সুদক্ষা৷


১৪ । লজ্জাশীলা--তিনি লজ্জাগুণসম্পন্না।


১৫। সুমর্যাদা--মর্যাদা সম্পন্না; তিনি সর্বদাই মর্যাদাভাজন ৷


১৬। ধৈর্য--শান্তস্বভাব; তিনি সর্বদাই শান্ত, ধৈয্যশীল।


১৭ । গাম্ভীর্যশালিনী--তিনি সর্বদাই গম্ভীর স্বভাবা ৷


১৮। সুবিলাসা--বিলাসনিপুণা; তিনি জীবনোপভোগে,

কলাবিলাসে সুনিপুণা।  


১৯। মহাভাবা- মহাভাবপ্রাপ্তা; তিনি অধিষ্ঠিতা। প্রেমভাবের ২০। পরমোৎকর্ষতষিণী গোকুলপ্রেম--প্রেমের পরাকাষ্ঠায় স্থিতা; তিনি দিব্য প্রেমের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিতা।


২১। জগৎশ্রেণীযশাঃ--যাঁর যশ সর্বজগতে বিস্তৃত। বিনীতচিত্ত ভক্তমণ্ডলীর মধ্যে সর্বাপেক্ষা যশস্বিনী।


২২। গুরুস্নেহা---যিনি গুরুজনগণের প্রতি স্নেহ প্রতি স্নেহ প্রীতি সম্পন্না।


২৩। সখীপ্রণয়াতিবশা--সহচরী গোপীকাগণের প্রণয়ের বা তাঁর সহচরী সখীবর্গের ভালবাসার অত্যন্ত বশ।


২৪। কৃষ্ণ প্রিয়াবলী মুখ্যা--কৃষ্ণপ্রিয়াগণের প্রধানা; তিনি কৃষ্ণ প্রিয়া ব্রজবল্লবী।


২৫। আশ্রব-কেশব---কৃষ্ণ যাঁর বশীভূত; তিনি সর্বদাই য তাঁর বশীভূত রাখতে সমৰ্থা।

Post a Comment

0 Comments