. 🌹শ্রীরাধার_চরণারবিন্দ🌹

🌻শ্রীমতি রাধাঠাকুরাণীর দুইচরণের চিহ্নের বর্ণনা🌻



💐 বাম চরণের পাদাঙ্গুষ্ট মূলে একটা "যব" এর চিহ্ন । তার নীচে এক "চক্র", চক্রের নীচে এক "ছত্র", অঙ্গুষ্ঠ ও তর্জ্জনীর সন্ধি হতে চরণ মধ্য পর্যন্ত উর্ধ্বরেখা, মধ্যমার নীচে কমল, তার নীচে সপতাকা ধ্বজা, কনিষ্ঠার নীচে অঙ্কুশ, ধ্বজার নীচে পুষ্প, তার দক্ষিণে বলয়, তাঁর নীচে বল্লী, তাঁর নীচে অর্দ্ধচন্দ্র। এই একাদশ চিহ্ন শ্রীমতি রাধা ঠাকুরাণীর শ্রীচরণে।


💐যব-- পাদাঙ্গুষ্ঠের মূলে যব দানা ব্যক্ত করে, ভক্তজন রাধারাণীর পদারবিন্দ সেবা করে সমস্ত ঐশ্বর্য প্রাপ্ত করে। একবার তাঁর পদাশ্রয় প্রাপ্ত করার পর ভক্তের অনেক অনেক জন্মমরণের যাত্রা ক্ষয় হয়ে যবের দানার সমান হয়ে ছোট হয়ে যায়।


💐চক্র---এ চিহ্ন সুচনা করে যে, রাধারাণীর চরণ কমল যে ধ্যান করলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য রূপে ছয় শত্রুদের নাশ করে। এই চক্র তেজের ন্রতীক, যার দ্বারা রাধারাণী ভক্তদের মনের মধ্যে পাপ তিমিরকে ছিন্ন ভিন্ন করে দেয় ।i


💐ছত্র-----চক্রের নীচে এক "ছত্র।

ছত্র চিহ্ন এ সূচনা করে, যে ভক্ত এই চরণ যারা শরণ গ্রহণ করে যাদের ভৌতিক কষ্টের অবিরাম বর্ষা থেকে বাঁচায় এই ছত্র।


💐উর্ধ্বরেখা---অঙ্গুষ্ঠ ও তর্জ্জনীর সন্ধি হতে চরণ মধ্য পর্যন্ত উর্ধ্বরেখা,যে ভক্ত শ্রীমতি রাধার চরণকমল ধরে পড়ে থাকে, তাদের জীবনের রেখা দিব্য ধামের দিকে যায়। 


💐কমল--- মধ্যমার নীচে কমল চিহ্ন, ভক্তরা হল মধুকর, শ্রীজীর চরণ হল কমল। গোবিন্দের চরণের মত রাধারাণীর চরণ স্বর্ণ কমল, যাকে যে ভক্ত মধুকরের মন নিরন্তর স্মরণ করে, তাদের মনে প্রেমের লোভ উৎপন্ন করে তাদের মোহিত করে।r


💐ধ্বজা-- ধ্বজা এই চিহ্ন শ্রীজীর ভক্তের ভয় থেকে বাঁচানো প্রতীক অর্থাৎ যে ভক্ত রাধা গোবিন্দের অতুল চরণ স্মরণ করে তাদের সকল ভয় থেকে বাঁচিয়ে রাধারাণী তাদের সুরক্ষা প্রদান করে। অভয় দানের প্রতীক। রাধা গোবিন্দ প্রিয় ভক্তের বিজয় প্রতীক এই ধ্বজ।


💐অক্রুশ--- শ্রীমতির কনিষ্ঠার নীচে অঙ্কুশ,

ভক্তদের মনোমত্তগজ বশীকরণ জন্য চরণের অক্রুশচিহ্ন, ভকাত যখন রাধা গোবিন্দের চরণ স্মরণ করে অক্রুশ চিহ্ন তাকে সঠিক পথ দেখায়।p


💐পুষ্প-- ধ্বজার নিচে পুষ্প, শ্রীমতি চরণ আশ্রিত ভক্তের হৃদয়কে মোহিত করতে পুষ্প চিহ্ন।


💐বলয়--- শ্রীমতির শ্রীচরণে পুষ্প চিহ্নের দক্ষিনে বলয় চিহ্ন। 


💐বল্লী-- পুষ্পের নীচে ভক্তের মন আকর্ষণকারী বল্লী (লতা)। 


💐অর্ধচন্দ্র--- শ্রীমতি রাধারাণীর চরণ রজ সকল দেবদেবী, মহাদেবের একান্ত কাম্য। তাই অর্ধচন্দ্র চিহ্ন শ্রীমতির ভক্তদের সকল সর্বানন্দ প্রদান করে। 


°°°#শ্রীমতি_রাধারাণীর_ডান_চরণ°°°°°°


শ্রীমতি রাধারাণীর ডান চরণে "আটটা মঙ্গল চিহ্ন" ---- শঙ্খ, পর্ব্বত, বেদী, কুন্ডল, রথ, গদা, শক্তি, মৎস্য।


💐শঙ্খ--' শ্রীমতির ডানপদের অঙ্গুষ্ঠের নীচে, ভক্তদের সকল বিপদ মুক্ত করে এই শঙ্খ। 


💐পর্বত---মধ্যমার নীচে পর্ব্বত, শ্রীমতির রাধার নামে সকল বিপদ হরণ হয়। সুন্দর পর্বত চিহ্ন সকল বাধা হরণ করে ভক্তদের।

💐 বেদী---কনিষ্ঠা ও অনামিকার নীচে বেদী,

শ্রীজীর ডান চরণে সুন্দর একটা বেদী চিহ্ন আছে যা মনহরণ করে ভক্তদের। 


💐কুন্ডল --- বেদী নীচে অপূর্ব কুন্ডল চিহ্ন আছে। 


💐রথ--- পর্বতের নীচে রথের চিহ্ন। ভক্তরা শ্রীমতি চরণ সার করে আছে। স্মরণ মননে শ্রীরাধামাধব চরণ ধ্যান করে। তাদের হৃদয় রথের সারথি ভগবান। রাধার চরণ স্মরণ কারীকে রাধারাণী নিজ চরণ ছাড়া করে না।


💐গদা--- রথের তার দক্ষিনে গদা, যা সংকট দূর করে। সকল সংকট দূর করে যে করুণাময়ীর চরণ স্মরণ করে। 


💐শক্তি---ভক্তদের বিপদ থেকে রক্ষা করতে রথে বামে শক্তি চিহ্ন, 


💐মৎস্য---শ্রীজীর চরণের রথের নিচে মৎস্য। জল ছাড়া মৎস্য বাঁচে না। ভক্ত শ্রীমতির চরণ সার করে আছে তা ছাড়া প্রাণে বাঁচবে না।

এই অষ্ট চিহ্নে সুশোভিত শ্রীরাধারাণীর ডান চরণ।


দুটি চরণে শ্রীমতির ঊনিশটি চিহ্ন। যা সাম্রাজ্য লক্ষ্মীর সমান। শ্রীচরণদ্বয়ের শোভায় কোকনদ ও রক্তোৎপলকে জয় করেছে। শ্রীচরণের নখাবলীতে চন্দ্র খেলা করে যার উপমা দেয়ার মত পৃথিবীতে কিছু নেই। সেই শ্রীচরণ প্রাপ্তির জন্য কত শত কোটি ভক্ত সর্বদাই ধ্যান করছে। কত মুনি ঋষিবৃন্দ তপস্যা করছে। এই সেই যুগল চরণ যা শ্রীশ্যামসুন্দর নিজ শ্রীহস্তে ধারণ করে মান ভঞ্জন লীলাতে নিজ নাম লিখে দিলেন এই চরণে।

ও রাধে হয়ত এই জন্মে হবে না। কোন এক জন্মে একটু কটাক্ষ করে হলেও এই কীটের প্রতি একটু কৃপা দৃষ্টি দিও। যোগ্য নয় তো কি হয়েছে শুনছি তুমি তো কৃপাময়ী। শুনছি করুণার সমুদ্র অধিশ্বরী, তুমি করুণা না করলে কে করবে করুনা রাধে।


জয় জয় শ্রীকরুণাধিশ্বরী রাধে।

Post a Comment

0 Comments