"এই সমুদ্রটি চোর"!

 সমুদ্রের অথৈ জলে একটি শিশুর জুতো হারিয়ে গেল। জুতো হারানোর কষ্টে সে সমুদ্রপাড়ে লিখে রাখল,

"এই সমুদ্রটি চোর"!





অনতিদূরে একজন জেলে মাছ শিকার করছিল। সে বেশ কিছু মাছ শিকার করে আনন্দে আটখানা হয়ে যাবারকালে সমুদ্র পাড়ে লিখে রাখল,

"এই সাগর খুবই দয়ালু"!


এ সমুদ্রেরই উত্তাল ঢেউয়ে একজন টগবগে যুবকের সলীল সমাধি ঘটল। সন্তানহারা মা ব্যথায় কাতর হয়ে সমুদ্রপাড়ে লিখে রাখল,

"এই সমুদ্রটি খুনি"!


আবার এ সমুদ্র থেকেই একজন অশীতিপর বৃদ্ধ কিছু মুক্তা কুড়িয়ে পেল। খুশির আতিশয্যে সে সমুদ্রপাড়ে লিখে রাখল,

"এই সাগরটি কতোইনা দানশীল"!


একটু পর সমুদ্র থেকে ভয়ানক গর্জন করে দৈত্যের মতো ধেয়ে আসলো কতগুলো ঊর্মিমালা। সমুদ্রপাড়ে যা কিছু লিখা ছিল, সব ধুয়ে মুছে নিয়ে চলে গেল! এরপর সমুদ্র খুবই শান্তকন্ঠে বলল


"তুমি অন্যের কথায় কান দিওনা যদি সমুদ্রের মত বিশাল  হতে চাও" !!


সমুদ্রের মত বিশাল হতে সময় লাগতে পারে, তবে হরিনাম সমুদ্রে সর্বদা অবগাহন করলে এক সময় সমুদ্রের মতো বিশাল হৃদয়ের অধিকারী হওয়া যাবে।

তাই "হরিনাম জপ করুন এবং সুখী হোন"। 

মহাপ্রভুর কৃপা লাভ করুন 🙏


                        🌹।।সংগৃহীত।।🌹

Post a Comment

0 Comments