আজ শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের স্নেহভাজন শিষ্য শ্রীপাদ্ মনিগোপাল দাসাধিকারী প্রভুর ৩৫তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব। মাত্র ছয় বছর বয়সে, ১৯৯২ সালে মনিগোপাল প্রভু কৃষ্ণভাবনামৃত আন্দোলনে নিজেকে যুক্ত করেন। বাল্যকাল থেকেই তিনি একজন ধর্মীয় পিতার আদর্শে বেড়ে উঠেন। তাঁর পিতৃকভূমি উত্তর কলকাতার ব্যারাকপুরে।


মাত্র আট বছর বয়স থেকেই মনিগোপাল প্রভু শ্রীমদ্ভগবদ্গীতার উপর ক্লাস দিয়ে আসছেন। ইসকনের অন্যতম তেজস্বী আচার্যপাদ শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের কাছ থেকে জানুয়ারি, ১৯৯৭ সালে হরিনাম-দীক্ষা প্রাপ্ত হোন, তখন মনিগোপাল প্রভুর বয়স ছিল মাত্র ১১ বছর। গুরুমহারাজ মনিগোপাল প্রভুকে পরবর্তীতে ব্রাহ্মণদীক্ষা প্রদান করেন ২০১২ সালে।


একাডেমিকলি, মনিগোপাল প্রভু আন্তজার্তিক সম্পর্ক বিষয়ে মাস্টার্স করেছেন। পরবর্তীকালে মায়াপুর ইনস্টিটিউট হতে তিনি ভক্তিশাস্ত্রী, TTC-1 & TTC-2, BSTTC এবং IDCTTC কোর্স সম্পূর্ণ করেন। তাছাড়াও কমপ্লিট করেছেন মায়াপুর একাডেমী থেকে Deity Worship Training Course.


এছাড়াও অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন স্কুল এবং কলেজে বাংলা এবং ইংরেজি উভয়ই ভাষায় ভগবদ্গীতার বাণী প্রচার করার। মনিগোপাল প্রভু বিশেষ করে গৌরলীলা - শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনীলীলা এবং উনার পার্ষদবর্গের বিভিন্ন লীলা সমন্ধে ভক্তদের মাঝে আলোকপাত করে থাকেন।


বর্তমানে মনিগোপাল প্রভু জিপিএস অফিসে সর্বক্ষণ সেবা প্রদান করে যাচ্ছেন এবং পাশাপাশি তিনি এমআই-তে খন্ডকালীন শিক্ষকতা পেশায় জড়িত আছেন।


শুভ আবির্ভাব তিথি শ্রীপাদ মনিগোপাল প্রভু!

জয় শ্রীল প্রভুপাদ


Post a Comment

0 Comments