এক ব্যাক্তি একদিন এক জঙ্গলে  এসে  কাঠ কাটতে ছিল,    হঠাৎ লোকটি পিছনে তাকিয়ে দেখল একটি ক্ষুধার্থ বাঘ তার দিকেই এগিয়ে আসছে ,লোকটি তখন প্রানের ভয়ে দৌড় দিল,লোকটি দৌড়াতে দৌড়াতে একটি  কুয়োর নিকট এসে দাঁড়ালো , কুয়োটির মধ্যে জল ছিল না পিছনে তাকিয়ে দেখে তাঁর দিকেই ছুটে আসছে বাঘ টি, দেখলো বাঁচবার আর কোন পথ নেই, কুয়েতে ঝাঁপ দেয়া ছাড়া,   অবশেষে সে ঐ জল শূন্য কুয়োতেই ঝাপ দিল এবং কুয়োর মধ্যে পড়তে পড়তে একটি দড়ি পেয়ে সেটা ধরে ঝুলতে থাকলো।

হঠাৎ সে উপরে তাকিয়ে দেখে সেই বাঘটিকে, কুয়োর মুখে দাঁড়িয়ে তখনো তাকে খাওয়ার জন্য অপেক্ষা করছে ,লোকটা ভয়ে ভয়ে নিচে তাকিয়ে দেখলো একটি বিশাল ভয়ংকর সাপ তার দিকে ফঁনা তুলে তাকিয়ে আছে।

লোকটার ভয় আরো বেড়ে গেল,ঠিক তখনি আবার দুটো সাদা আর কালো রংয়ের ইঁদুর ঐ দড়িটাকে কুট কুট কাটতে শুরু করলো।

লোকটা তখন কি করবে তাই ঠিক করতে পারছে না, হঠাৎ লোকটির মুখে কুয়োর উপরে থাকা একটি গাছ থেকে এক ফোটা মধু  পড়ল।

ঐ মধুর স্বাদ এতটাই যে লোকটি মুহুত্যের মধ্যে সব বিপদের কথা ভুলে গেল।।


যেমনটি আমরা মায়ার পেছনে ছুটে, আমাদের সত্যটাকে ভুলে আছি।


কারন ঐ ক্ষুধার্থ বাঘটা আর কেউ না সে হলো মূর্ত্যু যে আমাদের  সর্বদা ধাওয়া করছে, সাপটি হলো শশ্মান যে আমাদের জন্য  অপেক্ষা করছে,কুয়োটা হলো পৃথিবী যেখানে আমাদের বর্তমান অবস্থান, দড়ি হলো আমাদের জীবন ( আয়ু)যাকে ভর করে আমরা জীবিত আছি,সাদা আর কালো ইদুর হলো রাত আর দিন, যা প্রতিনিয়ত আমাদের  আয়ু ক্ষয় করছে,এবং ঐ সুস্বাধু মধু হলো মায়া যার মোহে পড়ে আমরা সব সত্যি ভুলে বসে আছি।


তাই কৃষ্ণ ছাড়া আর কেউ নেই  , কৃষ্ণ নাম বিনে কিছু নেই, নামই হলো সার।।

হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে হরে 

হরেরাম হরেরাম রামরাম হরেহরে।।🙏🙏❤️❤️


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Post a Comment

0 Comments