গুরুমহারাজ সত্যিই কী অন্তর্যামী......... ‼️🤔


"ঘটনাটি সম্ভবত ২০১০ কিংবা ২০১২ সালের দিকে, সেইসময় গুরুমহারাজ বাংলাদেশের চট্টগ্রামের পুন্ডরীকধামে এসেছিলেন। তো, স্বাভাবিকভাবেই গুরুমহারাজ কোথায় যাওয়া মানে বদ্ধজীবকে দীক্ষার মাধ্যমে নিত্যানন্দ প্রভুর কৃপা দান করা।তো,যথারীতি তখন মন্দিরে দীক্ষা কার্যক্রম চলছিল।"


বিপরীত চিত্রে ঘটেছে বিরল এক দৃশ্য। সাধারণত ইসকন থেকে দীক্ষা নেওয়ার পূর্বে কোন মন্দির কর্তৃপক্ষ কিংবা শিক্ষাগুরুর কাছ থেকে দীক্ষা নেবার অনুমতি নিতে হয়। তো, সেইসময় একজন মাতাজী চাইছিলেন গুরুমহারাজের কাছ থেকে দীক্ষা নিতে। কিন্তু মাতাজীর শিক্ষাগুরু কিংবা মন্দির কর্তৃপক্ষ কেউ-ই মাতাজীকে দীক্ষা নেওয়ার অনুমতি দেয়নি।


সেজন্য মাতাজী দুঃখ হৃদয়ে অঝরে কাঁদতে থাকেন আর বারংবার গুরুমহারাজের চরণকমলে কৃপা পাবার জন্য আকুতি মিনতি করতে থাকেন। কিন্তু কী আর করা! কর্তৃপক্ষ তাকে দীক্ষা পেতে অনুমতি দেননি। মাতাজীর প্রতি তাঁদের যুক্তিটি ছিল, 


"আপনার এখনোও দীক্ষা পাবার সময় হয়নি! যখন আপনার সময় হবে, তখন গুরুমহারাজ এমনিতেই আপনাকে কৃপা-আশির্বাদ করবেন। কৃপা করে আপনি ধৈর্য্য সহকারে ভক্তি করতে থাকুন।"


কিন্তু মাতাজীর ভক্তি এতোই প্রবল ছিল গুরুমহারাজের প্রতি, যা এককথায় দুষ্কর, তাই তিনি অঝরে বারবার কান্না করেই যাচ্ছেন।


তারপর যথারীতি গুরুমহারাজ মন্দিরে দীক্ষা প্রদান করে যাচ্ছেন। তো, দীক্ষার তৃতীয় দিন অর্থাৎ সর্বশেষ দিনে একদম দীক্ষার অন্তিম পর্যায়ে গুরুমহারাজ মন্দির কর্তপক্ষকে বলছেন, 


"ভগবানের ভোগমন্দিরে একজন মাতাজী রয়েছেন, যিনি এখনো অদীক্ষিত! সে আমার কাছ থেকে দীক্ষা পাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তোমরা এখুনি গিয়ে তাঁকে নিয়ে এসো, আমি তাকে দীক্ষা প্রদান করবো।" মাতাজী সে সময় ভোগমন্দিরে রান্নার সেবায় অংশগ্রহণ করেছিলেন।


গুরুমহারাজের এরকম নির্দেশনা শুনে সবাই তখন হতবিম্ব হয়ে গেলো। পরবর্তীতে গুরুমহারাজের নির্দেশমতো ভগবানের ভোগমন্দির থেকে ঐ মাতাজীকে আনা হয় এবং গুরুমহারাজ তাঁকে দীক্ষার মাধমে নতুন জন্ম প্রদান করে সন্তান হিসেবে তাঁকে গ্রহণ করেন।


"গুরুমহারাজের ৭৩ তম ব্যাস পূজা উপলক্ষে jayapataka swami Charitamrita ফেসবুক পেইজে ১ লক্ষ ভক্তের সমাগম ঘটুক।আমরা তাই ১৩ই এপ্রিল ব্যাসপূজা ২০২২ এর পূর্বেই, শ্রীল গুরুমহারাজের মনোবাঞ্ছা বাস্তবায়নে সচেষ্ট হই এবং এই পেইজে আমাদের সকল প্রিয়জনকে যুক্ত করি। আপনার পরিবার, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী সকলকেই গুরুমহারাজের অপ্রাকৃত কৃপালাভের সুযোগ দিন। গুরুমহারাজের সন্তুষ্টিই আমাদের পারমার্থিক পথের পাথেয়।"


ফেসবুক পেইজ লিংকঃ-

https://www.facebook.com/jpslilamrita/

Post a Comment

0 Comments