🙏 গুরুদেব অন্তর্যামী 🙏
(প্রসাদে অতিরিক্ত লবণ)
কাটোয়ায় গঙ্গাসাগর মেলায় গুরুমহারাজ ও জয়ানন্দ প্রভুর বিশেষ লীলা রয়েছে।
জয়ানন্দ প্রভু এবং আরেকজন ভক্ত মিলে মেলায় অবস্থানকারী আমাদের সকল ভক্তদের জন্য এবং গুরুমহারাজের জন্য( আলাদা করে) রান্না করতেন।
একদিন হঠাৎ গুরুমহারাজ বললেন,
"আমার জন্য রান্না করা প্রসাদটা থাক,সাধারণ সবার জন্য যে প্রসাদ হয়েছে সেটি নিয়ে এসো। আজ আমি সেটা টেস্ট করে দেখতে চাই।"
কারণ অন্তর্যামী গুরুমহারাজ বুঝতে পেরেছিলেন
সেদিন সবার জন্য রন্ধন করা তরকারিগুলোতে লবণ বেশি হয়েছিল। এতে ভক্তদের অসুবিধা হবে।
এতে জয়ানন্দ প্রভু আমাকে বললেন,
"গুরুমহারাজ কী করে বুঝলেন এই প্রসাদগুলোতে লবণ বেশি হয়েছে?"
আমি তখন জয়ানন্দ প্রভুকে বললাম,
" যখন আমরা ভোগ লাগায়, তো তখন আমরা গুরুমহারাজ কে স্মরণ করে নিবেদন করি।"
তাই গুরুমহারাজ অতিরিক্ত লবণের ব্যাপারে বুঝতে পেরেছিলেন।
গুরুদেব শিষ্যের অন্তরের কথা বুঝতে পারেন।
গুরুমহারাজের প্রিয় শিষ্য
শ্রীপাদ বিমল কৃষ্ণ প্রভু
Jayapataka swami Charitamrita Facebook page
0 Comments