বিস্ময়কর.....বিস্ময়কর..... বিস্ময়কর......‼️‼️


“আমরা যখন কলকাতার অ্যাপোলো হাসপাতালে গুরু মহারাজকে নিয়ে যাই, তখন তাঁর অবস্থা ছিল খুব সংকটপূর্ণ। তাঁকে ইতোমধ্যে প্রচুর পরিমাণে রক্ত দেওয়া হয়েছিল, কৃত্রিম শ্বাসযন্ত্রের সাথে সংযুক্ত করা হয়েছিল এবং চেন্নাইতে সফলভাবে বিমানযোগে নিয়ে যাওয়ার জন্য তাঁকে অনেক ওষুধ প্রদান করা হয়েছিল।


চেন্নাইতে পরপর দুইদিন গুরু মহারাজের দু’বার অপারেশন হয়েছিল এবং তারপর কৃত্রিম শ্বাসযন্ত্রের সাথে সংযোগকারী নলটি অপসারণ করা হয়েছিল। আরো একদিন পর তাঁর স্বাভাবিকভাবে কথা বলতে পারার কথা ছিল।


পরের দিন গুরু মহারাজের কণ্ঠস্বর ফিরে এসেছিল ও সেইদিন সন্ধ্যায় গুরু মহারাজ হঠাৎ উঠলেন এবং জিজ্ঞেস করলেন তখন কয়টা বাজে। আমরা বললাম যে, তখন ৪টা বাজে। গুরু মহারাজ বললেন, “পাঁচটায় আমার জিবিসি মিটিং আছে এবং আমি সেখানে অংশগ্রহণ করতে চাই। এর ব্যবস্থা করো!”

বিগত কয়েকদিন গুরু মহারাজ যে পরিমাণে তন্দ্রাচ্ছন হবার ওষুধ পেয়েছেন, তারপরও তাঁর মিটিং, তারিখ, সময় সব মনে ছিল এবং তিনি পূর্বনির্ধারিত মিটিংয়ের কিছুক্ষণ আগেই জেগে উঠলেন।


এটি অত্যন্ত বিস্ময়কর ছিল! তিনি কেবলমাত্র কথা বলতে সক্ষম হয়েছেন এবং এমনকি নিজে তখনও শ্বাস নিতে পারছেন না! কিন্তু তা গুরু মহারাজকে মন্দির ব্যবস্থাপনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক আলোচনা ও শ্রীচৈতন্য মহাপ্রভুর আন্দোলনকে প্রসারের চেষ্টা থেকে বিরত করতে পারেনি।


গুরুমহারাজের ব্যাক্তিগত ডাক্তার 

হরি গুরু গৌর প্রভু


Jayapataka swami Charitamrita Facebook page

Post a Comment

0 Comments