শুনেছি মহিষ চুরি

করতে নাকি (০৩) চোর লাগে।


১ম চোর... মহিষের গলার ঘন্টা খুলে

বাজাতে বাজাতে গ্রামের উত্তর দিকে রওনা হয়।


২য় চোর... মহিষ নিয়ে গ্রামের দক্ষিন দিকে যেতে থাকে।


৩য় চোর... ভালো মানুষ সেজে গ্রামের মানুষের সাথে মিশে যায়। 


তারপর ভালো মানুষ সাজা

৩য় চোর... গ্রামের মানুষদের পরামর্শ দেয়

ঘন্টার শব্দ যেদিক থেকে আসছে মহিষ সেই দিকেই গিয়েছে। গ্রামবাসী ঘন্টার শব্দের দিকেই দৌড়াতে থাকে।


ঘন্টা নিয়ে যাওয়া

১ম চোর... নিরাপদ দুরত্বে গিয়ে ঘন্টা ফেলে দিয়ে অন্ধকারে মিশে যায়। গ্রামবাসী ঘন্টা খুঁজে পেয়ে ওইটা নিয়েই মশগুল থাকে।


মহিষ নিয়ে যাওয়া

২য় চোর... মহিষ নিয়ে নিরাপদে চলে যায়। এদিকে

ভদ্র মানুষরুপী ৩য় চোরকে কিছুক্ষন পর আর খুঁজে পাওয়া যায় না।


যাই হোক, এ দেশের যে কোন ইস্যুতে মিডিয়া

প্রথমে ঘন্টা বাজিয়ে বাজিয়ে একদিকে যেতে যেতে হঠাৎ মিলিয়ে যায়। তারপর কথিত সুশীল সমাজের পরামর্শে দেশবাসী ঘন্টার শব্দের দিকেই হাটতে থাকে। এদিকে ঘটনার মূল নায়ক ঘটনা ঘটিয়ে নিরাপদ স্থানে পৌঁছে যায়।


মিডিয়া এক সময় থেমে যায়।

নতুন ইস্যু তৈরীতে ব্যস্ত হয়ে যায়।


দেশবাসী কুড়িয়ে পাওয়া ঘন্টা টা

বাজাতে থাকে, বাজাতেই থাকে আর

ভাবতে থাকে কি হলো কিভাবে হলো আর কি হবে....


সংগৃহীত

Post a Comment

0 Comments