*ভক্ত_ধ্রুব_মহারাজের  অহংকার_চূর্ণ কাহিনী*:::::


মাত্র পাঁচ বছর বয়সে "ধ্রুব মহারাজ", 

শ্রী নারায়ণ তথা ভগবান শ্রী কৃষ্ণের  দর্শন পেয়েছিলেন। 


শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী,, ভগবান শ্রীবিষ্ণুর দেখা পেয়ে,, তার মনে, একটু অহংকার  হয়েছিল।  কেননা সে মাত্র পাঁচ বছর বয়সে, পদ্ম পলাশ শ্রী হরির দেখা পেয়েছিল । যেটা আর কেউ পারেনি , এই ব্যাপারটার জন্য তার মনে অনেক অহংকার। ধীরে ধীরে ধ্রুব বড় হতে লাগল।


তখন ভগবান শ্রীকৃষ্ণ,, ( পদ্ম পলাশ হরি)  এই ব্যাপারটা বুঝতে পেরে  একদিন ভক্ত ধ্রুবকে নিয়ে গিয়েছিলেন  একটি জঙ্গলে  । জঙ্গলের চতুর দিকে বিশাল বিশাল পাহাড় । একেবারে ঘাড়  উঁচু করে দেখতে হয় ।


এরূপ অদ্ভুত পাহার দেখে ধ্রুব মহারাজ জিঙ্গাসা করলেন : 

হে ভগবান, হে পদ্মনাভ এগুলো কিসের পাহাড় ??? 


শয়ে শয়ে পাহাড় দেখিয়ে ভগবান শ্রীহরি বললেন :

যাও , কাছে গিয়ে দেখ তো এগুলো কিসের পাহাড়।।


ধ্রুব পাহাড়ের কাছে গিয়ে দেখেন.... এগুলো সব

হাতের হাড় , পায়ের হাড় , মেরুদণ্ড , কোমরের হাড় , মাথার খুলি। 


ধ্রুব বললেন : হে ভগবান !!!

এ যে মানুষের কঙ্কালের পাহাড়......!


ধ্রুব তখন একটা হাড় পা দিয়ে সরিয়ে দিয়েছে আর অমনি একটা  হাড়ের সাথে অন্য হাড়ের টোকা লেগেছে, আর যেমনি টোকা লেগেছে সঙ্গে সঙ্গে উচ্চারণ হলো ..... " হরিবল " হরিবল"


ধ্রুব  চিন্তা করছে  বাহ্ !!

হাড়ে  হাড়ে টোকা লাগলো তো  "হরিবল"  উচ্চারণ হলো । তখন আরো একটা হাড় নিয়ে অন্য হাড়ের সঙ্গে আবার টোকা দিয়েছে আবার সঙ্গে সঙ্গে উচ্চারণ হলো .... "হরিবল" "হরিবল" 


ধ্রুব  ভগবান কে জিঙ্গাসা করলেন :

হে ভগবান এ কোন ভক্তের হাড় ।

এতো দিন দেখেছি মানুষ বেচে থাকতে তোমার নাম করে। আর এখানে কিনা মরে যাবার পরেও

হাড়ে হাড়ে টোকা দেবার পরেও হরিনাম নাম উচ্চারণ হচ্ছে। এ কোন ভক্ত। এর নাম কি প্রভু?? আমি তা জানতে ইচ্ছুক, আমায় কৃপা করুন প্রভু। 


ভগবান বললেন :  প্রিয় ধ্রুব!  যতবার তুমি জন্ম গ্ৰহণ করেছ, ততবার তোমার মৃত্যুও হয়েছে এবং তুমি মারা যাবার পর ততোবার তোমার প্রত্যেকটা কঙ্কাল এখানে গুছিয়ে রাখা হয়েছে । এই যে পাহাড়টা দেখছ এ পাহাড় তোমারি হাড়ের পাহাড় পুত্র। তুমি যতো গুলো  জন্ম নিয়েছ  ততোবার আমায় ডেকেছ। বার বার আমার সাধনা করেছ , এভাবে তোমার ভক্তি প্রভাবে  এই জনমে এসে তুমি মাত্র পাঁচ বছর বয়সে আজ তুমি আমাকে প্রাপ্ত হয়েছ।। 


তখন ভক্ত ধ্রুব  তার  ভুল বুঝতে পেরে ভগবানের 

শ্রীচরণে লুটিয়ে পড়ে কাঁদতে লাগল ।।


একবার ভেবে দেখবেন::::::


*হরে কৃষ্ণ*


*রাধা কৃষ্ণময় শুভ সকাল*

Post a Comment

0 Comments