ট্রল

ট্রল মানে কাউকে উস্কানিমূলক পোস্ট বা মন্তব্য বা কোন কার্যকলাপের মাধ্যমে হয়রান বা সমালোচনা করা তাঁর বিরোধিতা করা।




এটা একটা মানসিক ব্যাধি। এর দ্বারা প্রভাবিত হয়েও সমাজ ও পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। এটা যেমন আমাদের চেতনাকে কুলষিত করে তেমনি সমাজ, সংস্কৃতি ও পরিবারকেও পর্যন্ত কুলষিত করে দেয়। এর ফলে একজন আরেকজনের সাথে সংঘাত, ভাইয়ে ভাইয়ে সংঘাত, পরিবারে পরিবারে সংঘাত, সমাজ থেকে শুরু করে দেশে দেশে পর্যন্তও সংঘাতে জড়িয়ে পরে। 

আমরা দেখি মহাভারতে দ্রৌপদী দূর্যোধনকে যখন বলল "অন্ধের পুত্র অন্ধ"। ব্যাস একটা কথা থেকে পুরা এক মহাভারত যুদ্ধ সংঘটিত হয়ে গেল। 

কর্ণ দ্রৌপদীকে বেশ্যা বলেছিল, তাকেও করুনভাবে মরতে হলো। 

রাজা দ্রুপদ তার বন্ধু দ্রোণাচার্যকে অপমান করেছিল, আর সেই প্রতিশোধ নিতে তার অর্ধেক রাজ্য সে দখল করে নিয়েছে।

যুধিষ্ঠির মহারাজের রাজসূয় যজ্ঞে কৃষ্ণকে কেন্দ্র করে শিশুপাল যখন সবাইকে ট্রল করছিল তখন কৃষ্ণ শিশুপালকে সুদর্শন চক্র দ্বারা তাকে হত্যা করলেন।

রামায়নে দেখি রাবন তার ভাই বিভীষানকে সবার সামনে অপমান করেছে, তখন বিভীষনের সাহায্যে রাম রাবনকে হত্যা করে।

এভাবে শাস্ত্র থেকে আমরা অনেক উদাহরন দেখি, শুধুমাত্র সমালোচনা, অপমান, উষ্কানিমূলক কথা বলে কিভাবে একজন ব্যক্তি, একটি পরিবার, একটা সমাজ, একটা দেশ ধ্বংশ হয়ে যায়। 

আপনি যদি কাউকে সন্মান করেন তাহলে প্রকৃতিগত ভাবে আপনি সন্মান পাবেন। 
আপনি যদি কারো সাথে মিষ্টি করে কথা বলেন তাহলে আপনাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে।

ভগবদগীতায় ভগবান ১৭/১৫ নং শ্লোকে বলেছেন,
অনুদ্বেগকরং বাক্যং সত্যং প্রিয়হিতং চ যৎ ।
স্বাধ্যায়াভ্যসনং চৈব বাঙ্ময়ং তপ উচ্যতে ৷৷ 
অনুবাদঃ অনুদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়।

এমনভাবে আমাদের কথা বলা উচিত না, যার ফলে অন্যদের মন উত্তেজিত হতে পারে। মন উত্তেজিত হলে তখন মন কুলষিত হয় আর কুলষিত হলে তা আমাদের চেতনা কুলষিত হয়। এর ফলে ব্যক্তি থেকে শুরু করে পরিবার কুলষিত হয়, এভাবে আমি আমার করে মোহিত হয়ে অন্য জনকে ধ্বংস করি। এভাবে আমাদের হিতাহিত জ্ঞান হারিয়ে যাওয়ার ফলে আমি যে কি করছি তা আমি নিজেই জানি না। এর ফলে নিজে কষ্ট পাচ্ছি এমনকি অন্যদের কষ্ট দিচ্ছি।

তখন আমরা ভাবি, আমিই ঠিক, আমার দল ঠিক বা আমার জাতি শ্রেষ্ঠ ইত্যাদি ইত্যাদি। অন্য যে কেউ ভাল করুক না কেন, সেটা আমাদের চোখে পড়বে না। ঠিক যেমন দুই ব্যাঙ ঝগড়া করছে খেলা নিয়ে তখন সাপ বুঝতে পারে আমার খাবার চলে এসেছে তখন সে সাপ গপ করে খেয়ে নেয় দুজনকে।

তাই ট্রল করা এটা আমাদের বন্ধ করতে হবে, এটা শুরু হলে এর শেষ পরিনিতি হয় ভয়ানক হয়ে। এর কারনে সম্পর্ক নষ্ট হয়, সন্মান নষ্ট হয়, হৃদয় কুলষিত হয়, নেতিবাচক প্রভাব ফেলে মনে। যার ফলে ভয়ানক কিছু সৃষ্টি হয় যা সবাই ভোগ করে।

 

Post a Comment

0 Comments