মন্দির পরিক্রমা করার ফল কি ? 


এ সম্পর্কে পুরাণে একটি সুন্দর কাহিনী রয়েছে।

    

 গাছের উপরে একটি পাখি বসেছিল। 

দূর থেকে এক শিকারী সেই পাখিটির প্রতি তীর নিক্ষেপ করে। পাখির ডানার কিছু অংশ তীরের ফলায় কেটে যায়। আহত হয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে পাখিটি নীচে পড়ে যায়। 


পাশেই ছিল একটি কুকুর। 

সে আক্রমণে উদ‍্যত হয়ে পাখিটার দিকে দৌড়ে যায়। ভয়ে ও যন্ত্রণায় আকুল হয়ে পাখিটি প্রাণপণে উড়ে পালাবার চেষ্টা করে। 

কাছেই ছিল  "শ্রীবিষ্ণুমন্দির".....

কি করে কোন দিকে পালাবে বুঝতে না পেরে পাখিটি এক পাক মন্দির পরিক্রমা করেই মাটিতে পড়ে মৃত‍্যুমুখে পতিত হয়। 


বৃহৎ  "নারদীয় পুরাণে"  এই কাহিনী বলা হয়েছে। 

সেই পাখি ভগবানের মন্দির পরিক্রমার ফলে ইহ জন্মে পাখি-শরীর ত‍্যাগ করে বৈকুন্ঠ জগতে ফিরে যায়। 

ইহাই পরিক্রমা করার ফল।


                         হরে কৃষ্ণ ।

Post a Comment

0 Comments