কিসে সুখ, কোথায় সুখ ?
🙄আন্তর্জাতিক একটি সেমিনারে ৫০ জনের একটা গ্রুপ উপস্থিত ছিল। বক্তা হঠাৎ তার বক্তৃতা থামিয়ে সবাইকে একটা করে বেলুন এবং মার্কার দিয়ে নিজ নিজ বেলুনের উপর নাম লিখতে বললেন।
🤔এরপর সবাইকে বললেন, বেলুনগুলো স্টেজের সামনের মেঝেতে এনে রাখতে। ৫০টা বেলুন একসাথে রইলো।
🥹বক্তা সবাইকে বললেন-“৩ মিনিট সময় দিলাম, যে যার নিজের বেলুনটা খুঁজে বের করুন ।” সঙ্গে সঙ্গে হুড়াহুড়ি লেগে গেল ৩ মিনিট সময়ের বধ্যে কেউই তার নিজের বেলুনটা খুঁজে পেলেন না।
😝এবার বক্তা সবাইকে থামিয়ে দিয়ে বললেন- “আপনারা এবার ইচ্ছেমতো বেলুন হাতে নেন।
🥴সেখানে যার নাম লেখা থাকবে তার নাম ডেকে,তাকে দিয়ে দেন ।” অবাক ব্যাপার হল- কয়েক মিনিটের মধ্যে যার যার বেলুন সে সে পেয়ে গেল।
😬বক্তা এবার বলা শুরু করলেন-“ঠিক এই ব্যাপারটিই আমাদের জীবনে ঘটে যাচ্ছে।
☹️আমরা প্রত্যেকেই চারপাশে নিজের সুখ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ঠিক কোথায় সুখ,তা কেউই জানিনা! আমাদের সুখ আসলে নিহিত আছে অন্যের সুখের মধ্যে।
😕অন্যদেরকে তাদের সুখ দিয়ে দিন, আপনি আপনার নিজের সুখ ঠিক খুঁজে পেয়ে যাবেন ।”
🥰সাইকোলজিক্যাল মাইন্ড ইফেক্ট♥️
0 Comments