শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মাহাত্ম্য "


 শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মাহাত্ম্য "

হরিভক্তি বিলাস ১৬ অধ্যায়, ভবিষোত্তর পুরাণ।

------------------------------------------------------------------


কলিযুগের মানুষ আমরা সভবতই মন্দবুদ্ধি, আমাদের মধ্যে সৎ গুণ প্রকাশিত হয় না।কিন্তু আমরাও তো সৎ হতে চাই। রথযাত্রা মাহাত্ম্যে বলা হয়েছে, কৌতূহলবশত রথের উপরে জগন্নাথকে দর্শন করলে চন্ডাল প্রভৃতি লোকও দেবগুণ সম্পন্ন হতে পাবে।”(হ:ভ:বি-১৭৭)


“রথযাত্রা পরায়ণা নারীজাতিরও মুক্তি লাভ হয়, মেয়েরা রথ মহোৎসবে ভক্তিপূর্ণভাবে জগন্নাথের সেবায় যুক্ত হলে তারা পিতৃৃৃকুল, মাতৃকুল ও পতিকুলকে বৈকুন্ঠলোকে নিয়ে যেতে সক্ষম হয়।” (হ:ভ:বি-১৭৮)


“জগন্নাথদেবের রথের সামনে ভগবদ্ মহিমা গান করা, ভগবানের নাম কীর্তন করা, বিচিত্র মধুর সুরে বাজনা বাজানো, এ সমস্ত যিনি করবেন, তিনি বহুদিন স্বর্গলোকে থেকে রাজারূপে এই পৃথিবীতে অবতীর্ণ হবেন।” (হ:ভ:বি-১৭৯)


“ভক্তিভরে জগন্নাথ রথ মহোৎসব দর্শন করে যিনি আনন্দিত হন, চতুর্দশ ইন্দ্রের রাজত্ব যাবৎ তাঁকে নরকীয় যাতনা ভোগ করতে হয় না।”(হ:ভ:বি-১৮১)


“কলিযুগে যে ব্যক্তি সুকৃতি লাভের অভিলাষে জগন্নাথের রথ উৎসবে মহিমা প্রচার করেন, তিনি রত্নময় পর্বত ও সমুদ্র, ফলমুলময় অরন্য, সব্জিশস্যময় ক্ষেত্র পূর্ণ সম্পদীপা বসুন্ধরা দানের ফল লাভ করেন।” (হ:ভ:বি-১৮২)


“যে ব্যক্তি তার সামর্থ্য অনুসারে শ্রীকৃষ্ণের রথের সম্পূর্ণ শোভা বৃদ্ধি করেন, সূর্য-চন্দ্রাদি গ্রহগণ তাঁর বাঞ্ছিত পূরণ করেন।” (হ:ভ:বি-১৮৩)


প্রার্থনা করি, হে প্রভু জগন্নাথ, আমাদের সবাইকে ভক্তি সেবানন্দ দিয়ে আমাদের জীবন ধন্য করুন।

জয় জগন্নাথ 🙏🙏

Post a Comment

0 Comments