শূন্যে লাফাচ্ছে হরিণ... এক লাফেই তেইশ হাত! 😯

আর বাঘ যায় এক লাফে বাইশ হাত। তাহলে অংকের হিসেবে বাঘ কখনও হরিণকে ধরার কথা নয়।

কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। বাঘের হাতে হরিণকে কাবু হতে হয়। কিন্তু কেন?


কারণ হলো— হরিণ লাফাতে লাফাতে কখনও কখনও পিছন ফিরে তাকায়, বাঘের চাইতে সে কতোটা এগিয়েছে তা বুঝার জন্য। 

আর এটাই হয় সর্বনাশের কারণ। পেছন ফিরতে গিয়ে এক লাফ কমলেই তেইশ হাত পিছনে চলে আসে!


তাই চলার পথে কখনো পিছনে তাকাতে নেই। দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছা। 🥰


পিছনে মায়া শক্তির দিকে না তাকিয়ে  ভগবৎ ভক্তিতে সদগুরুর তত্ত্বাবধানে  হরিনাম, গীতা ও ভাগবতের আশ্রয় গ্রহন করে এগিয়ে যেতে হবে।  ক্ষনকাল সময় নষ্ট না করে নিষ্ঠার সহিত ভগবদ তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি সহকারে পালন করে প্রকৃত সুখী  হওয়া যায় এবং প্রসন্ন চিত্তে শ্রীমন মহাপ্রভুর বানী প্রচারে সর্বোচ্চ সহযোগিতা করে এগিয়ে যেতে হবে।

Post a Comment

0 Comments