দশবিধ নাম অপরাধ
১। যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বতোভাবে উৎসর্গ করেছেন, তাঁদের নিন্দা করা।
২। শিব, ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। অর্থাৎ শিব শিব, ব্রহ্মা ব্রহ্মা উচ্চারণ করা হরেকৃষ্ণ মহামন্ত্রের উচ্চারণের সমান বলে মনে করা।
৩। শ্রীগুরুদেবকে অবজ্ঞা করা।
৪। বৈদিক শাস্ত্র কিংবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা।
৫। হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাহাত্ম্যকে কাল্পনিক বলে মনে করা।
৬। ভগবানের নামে অর্থবাদ আরোপ করা।
৭। নাম বলে পাপ আচরণ করা। অর্থাৎ পাপ করতে থাকব আর ভাবব নামকীর্তনে পাপ নষ্ট হয়, অতএব পাসওয়ার্ড করতে থাকব, এমন প্রবৃত্তি।
৮। হরেকৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত কোন পূণ্যকর্ম বলে মনে করা।
৯। শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা।
১০। ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তাঁর অগাধ মহিমা শ্রবণ করার পরও 'আমি' ও 'আমার' এই দেহাত্মবুদ্ধি বজায় রাখা।
প্রতিটি ভক্তের কর্তব্য হচ্ছে---ভগবৎপ্রেম লাভ করার জন্য এই সমস্ত অপরাধগুলি থেকে মুক্ত হওয়া।
0 Comments