সাধু ব্যক্তির আশির্বাদ - শ্রীল প্রভুপাদের গল্পে উপদেশ


সাধু ব্যক্তির আশির্বাদ - শ্রীল প্রভুপাদের গল্পে উপদেশ



একদা এক সাধু ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। যেতে যেতে এক রাজপুত্রের সাথে দেখা হল। রাজপুত্র হে সাধু মহাত্মা, আমাকে আশির্বাদ করুন।
সাধু- রাজপুত্র চিরঞ্জিব, তুমি রাজার পুত্র তুমি চিরকাল বেঁচে থাক।
সাধু আবার হাঁটতে লাগল এবং একজন ব্রহ্মচারী ভক্তের সাথে দেখা হল।
সাধু তাকে আশির্বাদ করে বলল- “মুনি পুত্র মা জীব” অর্থাৎ হে প্রিয় ভক্ত তুমি যত তাড়াতাড়ি সম্ভব হয় মারা যাও।
তারপর সাধুর সাথে একজন সন্ন্যাসীর সাথে দেখা হলে তাকে আশির্বাদ করে বলল- “জীব বা মরো”, অর্থাৎ তুমি বাঁচও বা মরো।
শেষে একজন কসাইয়ের সাথে দেখা হল। এবার সাধু বলল- “মা জীব মা মর”, অর্থাৎ তুমি মরও না জীবিতও থেকো না।

। হিতোপদেশ।

যারা অত্যন্ত ইন্দ্রিয়পরায়ণ এবং ইন্দ্রিয তৃপ্তির বাসনায় অত্যন্ত আসক্ত তারা মরতে চায় না। সাধারণত রাজপুত্রের অনেক টাকা পয়সা আছে ইন্দ্রিয় তৃপ্তির জন্য, সে কারণ মহান ঋষি তাকে বেঁচে থাকার বর দান করেছিলেন যাতে সে বেঁচে থেকে এ জীবন উপভোগ করতে পারে, কিন্তু মৃত্যুর পরে সে নরকে যাবে। যেহেতু ব্রহ্মচারী ভক্ত ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য কঠোর ব্রহ্মচর্য, তপস্যা এবং কপর্দকহীন জীবন নির্বাহ করে তাই ঋষি বলেছিলেন যে তৎক্ষণাৎ মৃত্যুবরণ কর। যাতে সে কঠোর ব্রহ্মচর্যের পরিবর্তে ভগবানের কাছে ফিরে যায়। যেহেতু ব্যাধ এই জগতে প্রাণি হত্যা করে আতঙ্কজনক জীবন অতিবাহিত করেন এ কারনে যখন সে মারা যাবে, সে নরক যাবে। তাই ঋষি তাকে বলেছেন মা জীব মা মরা এবং সাধু ব্যক্তি বেঁচে থাকতেও পারে এবং মরতেও পারে। কারণ যে এই জগতে পরমেশ্বর ভগবানের সেবা করছে। মৃত্যুর পরেও সে ভগবানের সেবা করতে পরবে। উভয় অবস্থায় সে ভগবানের সেবা করছে।
রাজপুত্র চিরঞ্জিব মুনীপুত্র মা জীব
জীব মা মরো বা মাজীব বা মরো।।

Post a Comment

0 Comments