জয়ধ্বনি বা প্রেমধ্বনি


জয়ধ্বনি বা প্রেমধ্বনি



[শ্রীবিগ্রহার্চ্চনে, সন্ধ্যাহ্নিককালে, শ্রীমদ্ভাগবত পাঠে বিশেষ করে আরতি কীর্ত্তনের পর জয়ধ্বনি করা হয়। শ্রীশ্রী হরি-গুরু-বৈষ্ণবের কৃপা ব্যতীত তাঁহাদের সেবার অধিকার হয় না। জয় দেওয়ার অর্থ হল শ্রীগুরু-বৈষ্ণবভগবান আমাদিগকে জয়ী করুন বা কৃপা করুন।]

●জয় ওঁ বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তরশত শ্রীশ্রীমৎ অভয়চরণারবিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়!

●ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ কি জয়!

●জয় ওঁ বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তরশত শ্রীশ্রীমদ্ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি জয়!

●জয় ওঁ বিষ্ণুপাদ শ্রীল গৌরকিশোর দাস বাবাজী মহারাজ কি জয়!

●জয় ওঁ বিষ্ণুপাদ শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর কি জয়!

●জয় ওঁ বিষ্ণুপাদ বৈষ্ণব সার্বভৌম শ্রীল জগন্নাথ দাস বাবাজী মহারাজ কি জয়!

●জয় শ্রীরূপ সনাতন ভট্ট-রঘুনাথ শ্রীজীব গোপালভট্ট দাস রঘুনাথ ষড় গোস্বামী কি জয়!

●নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর কি জয়!

●জয় শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ কি জয়!

●শ্রীশ্রীরাধাকৃষ্ণ,‌ গোপ-গোপীনাথ, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন কি জয়!

●শ্রীমায়াপুর ধাম কি জয়!
●শ্রীবৃন্দাবন ধাম কি জয়!
●গঙ্গা মাই কি জয়!
●যমুনা মাই কি জয়!
●ভক্তিদেবী কি জয়!
●তুলসীদেবী কি জয়!
●অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি জয়!
●শ্রীহরিনাম সংকীর্তন কি জয়!
●গ্রন্থরাজ শ্রীমদ্ভাগবতম্ কি জয়!
●ইসকন বর্তমান গুরুবৃন্দ কি জয়!
●সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়!
●গৌরপ্রেমানন্দে হরি-হরিবোল!
●সমবেত ভক্তবৃন্দ কি জয়! (তিনবার)
●গুরুগৌরাঙ্গের জয় হোক!
●শ্রীল প্রভুপাদের জয় হোক!

Post a Comment

0 Comments