ভক্তির ৬৪ অঙ্গের সার— ভক্তি-অনুকূল সমস্ত অঙ্গের সারস্বরূপ শ্রীচৈতন্য মহাপ্রভু পাঁচটি অঙ্গের কথা বলেছেন—

ভক্তির ৬৪ অঙ্গের সার—
ভক্তি-অনুকূল সমস্ত অঙ্গের সারস্বরূপ শ্রীচৈতন্য মহাপ্রভু পাঁচটি অঙ্গের কথা বলেছেন—


১) সাধুসঙ্গ ও ভক্তসেবা।
২) হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন।
৩) শ্রীবিগ্রহ আরাধনা।
৪) শ্রীমদ্ভাগবত পাঠ ও
৫) মথুরামন্ডলে বাস।
শ্রীল রুপগোস্বামী বলেছেন, ভগবদ্ভক্তির এই পাঁচটি কৃত্য এইটাই শক্তিশালী যে, এর যেকোনো একটি অঙ্গ বা কৃত্যের স্বল্পমাত্রায় আসক্ত হলেই একজন নবীন ভক্তও ভগবৎপ্রেমের পরমানন্দ লাভ।
সাধুসঙ্গ, নামকীর্তন, ভাগবত শ্রবণ ।
মথুরাবাস,শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন।।
সকলসাধন-শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ।
কৃষ্ণপ্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ।।
—— চৈঃচঃ মধ্য -২২/১২৮-১২৯
এই পাঁচটি অঙ্গের প্রভাব এমনই অদ্ভুত এবং দুরুহ যে, তার অল্প প্রভাবেই নিরপরাধ ব্যাক্তির হৃদয়ে সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত করে।।

Post a Comment

0 Comments