রাজার এক হাতি চলেছে বাজারের মাঝ দিয়ে। তখন হাতিকে দেখে বেশ কতক কুকুর মনে করল “হাতি কেন আমাদের জায়গায় আসবে, কেন আমাদের রাস্তায় চলেছে। এ নিশ্চয়ই আমাদের জায়গার ভাগীদার হতে এসেছে। তা ছাড়া ওর বিরাট শরীরটা কি করে সহ্য করা যাবে? এই জন্য তারা খুব ‘ঘেউ’ ‘ঘেউ’ করতে থাকে। হাতি যদিও কুকুর গুলির সঙ্গে কোন কথা বলছে না বা কোন অনিষ্ট করছেনা, তবুও কুকুরগুলি হাতির পেছনে খুব চিৎকার চেঁচামেচি করতে থাকে। কিন্তু সেই চেঁচামেচিতে রাজার হাতি একটুও বিচলিত হচ্ছে না। সে আপন মনেই চলেছে।
হিতোপদেশ।
সাধুরা যখন হিমালয়ে নির্জনে বসে ধ্যান করেন, তখন তাদের বিরুদ্ধে কেউ কিছু বলে না। কিন্তু যখন জগতে ভগবানের মহিমা প্রচারের জন্য সাধুরা বের হন, তখন অনেক মানুষ সাধুদের নিন্দাবাদ করতে শুরু করে। কারন সাধুদের বিশেষত্ব ও সম্মান দেখে তাদের বড়ই অসহ্য বোধ হয়। তারা হিংসায় অধীর হয়ে পড়েন। বিরক্ত হয়ে তারা বলতে থাকে, ‘আমরা আচার করি আর অনাচার করি, সাধুরা কেন আমাদের জায়গায় আসবে?’ তাই সাধুদের সম্বন্ধে তারা নানারকম কুৎসা ও নিন্দা রটনা করে থাকে। কিন্তু সাধুরা অবিচলিত হয়ে কৃষ্ণসেবায় নিয়োজিত থাকবেন। এইভাবে জগদগুরু শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ উপদেশ দিয়েছেন।
0 Comments