*সুন্দর গল্পে* *উপদেশ লাভ*


সুন্দর গল্পে......
উপদেশ লাভ



বনে সাদা ও লাল দুটি গরু সুন্দর, সুষ্ঠভাবে জীবন যাপন করত। দুজনে ছিল একাত্মা। সুখে দুখে একে অপরের পাসে থাকত। সে বনে আবার একটি বাঘও ছিল। যে শুধু সুজোগ খুজতো।
একদিন দুরভাগ্য বশত কোন কারন হেতু ক্রোধের বশবর্তি হয়ে  লাল রাগতস্বরে সাদাকে বলল, _"তোমার স্থানতো আমার পদতলে। কি বিশ্রী মুখাবয়ব তোমার!!শিং ছোট, লেজটাও অরধকাটা। তুমি আমি এক হতেই পারিনা"।_
সাদাও কম যায় কিসে! সেও ক্রোধান্ধ হয়ে বলল, _"আর তোমার তো জাতেই সন্দেহ। তোমার দুধের রঙ সাদা অথচ চামড়া লাল।আমাকে দেখ দুধের রং ও সাদা চামড়াও সাদা।আমিই যথারথ"।_
এভাবে দুজনে তুমুল ঝগড়া যা শেষ পর্যন্ত আলাদা হয়াতে গড়াল। এ সুযোগ কাজে লাগাল বাঘ। আজ একজনকে একা পেয়ে তার কলিজা খেল। পরদিন আরেকজন। এভাবে তারা নিজেদের ভুলে নিজেদের ধ্বংস করল।

মূলকথা

আমাদের সনাতনীদের দশাও সেরুপ। একে অপরের দোষত্রুটি খোচাতে সদা প্রস্তুত। যার শেষ পরিনতি ধ্বংস হয়া। তাই সবারই উচিত প্রত্যেকেই প্রত্যেককে সমদৃষ্টিতে দেখে সনাতন ধরম টিকিয়ে রাখতে ভুমিকা রাখা।

এই "হরেকৃষ্ণ" মহামন্ত্র জপ করুন সুখী হউন।

Post a Comment

0 Comments