প্রত্যেক ব্যক্তিই আসক্ত
এক সময় সম্রাট আকবর ও তার মন্ত্রী বীরবল ছদ্মবেশে তারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন প্রজাদের অবস্থা নিজের চোখে দেখার জন্য। এক বাড়িতে গিয়ে দেখেন এক স্ত্রী তার স্বামীর সাথে তর্ক করছে।
এ সময় মহিলাটি রেগে তার স্বামীর গালে এক চড় কসিয়ে বলল, দুনিয়ার সকল পুরুষ তার স্ত্রীর কথা শুনে।
এই দৃশ্য দেখে রাজা দূরে গিয়ে বললেন, বীরবল এটা কী করে হাতে পারে যে সকলে তার স্ত্রীর কথা অনুসারে চলে।
বীরবল বলল- আসলে ঠিকই বলছে, কারণ সকলে তার স্ত্রীর প্রতি খুব আসক্ত।
রাজা বলল- আমি বিশ্বাস করি না, পারলে তুমি প্রমাণ কর।
বীরবল বলল- আপনি কাল দয়া করে সকল পুরুষ ব্যক্তিদের ডাকবেন আমি প্রমাণ করব। পরদিন সবাইকে রাজ সভায় ডাকা হল।
সকলে রাজসভায় উপস্থিত হলে রাজা দাঁড়িয়ে বলল- তোমাদের মধ্যে যারা যারা স্ত্রীর কথা অনুযায়ী চল, তারা অন্য পাশে চলে যাও।
এই কথা শুনে সবাই অন্য পাশে গেল শুধু একজন ঐ স্থানেই থাকল।
রাজা খুব খুশি হয়ে বলল, আরে বীরবল এমন কেউনা কেউতো আছেই যে তার স্ত্রীর কথা শুনে না।
বীরবল- রাজামশাই, ওকে জিজ্ঞাসা করে দেখেন ও কেন দাঁড়িয়ে আছে।
রাজা- তুমি কেন ওখানে দাঁড়িয়ে আছ?
ব্যক্তি- আমার স্ত্রী বলল যে আজ সবাই যে দিকে যাবে, তুমি তার বিপরীত দিকে থাকবে। তাই আমি এখানেই দাঁড়িয়ে আছি।
। হিতোপদেশ।
প্রত্যেকেই একে অন্যের প্রতি বিশেষভাবে আসক্ত।
0 Comments