ধারাবাহিক শ্রী জগন্নাথ লীলা মহিমা ♥ পর্ব - ১৮ ♥ আজকের লীলাঃ পুরী মন্দিরের আশ্চর্য প্রদীপ।


ধারাবাহিক শ্রী জগন্নাথ লীলা মহিমা
 পর্ব - ১৮
আজকের লীলাঃ পুরী মন্দিরের আশ্চর্য প্রদীপ।





আলাদীনের আশ্চর্য প্রদীপের কথা অনেকেই জানেন। কিন্তু তা ছিল কল্পকাহিনীর একটি আশ্চর্য প্রদীপ। কিন্তু আজ আপনাদের সামনে সত্যি এক আশ্চর্য প্রদীপের কথা শেয়ার করবো। আমরা সবাই জগন্নাথ পুরী মন্দিরে কথা জানি, জগন্নাথ পুরী মন্দিরের চূড়ায় যে প্রদীপটি প্রতি একাদশীতে প্রজ্জ্বলন করা হয় সেটি বাস্তবিকই আশ্চর্য প্রদীপ ! কেননা ২১৪ ফুট ৮ ইঞ্চি উঁচু পুরী মন্দিরের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত এ প্রদীপ সাধারণভাবে প্রবাহিত তীব্র বাতাসের বেগ ছাড়াও পার্শ্বে অবস্থিত সমুদ্র বা ঝরো দমকা হাওয়ার প্রচন্ড বাতাসেও সেই অলৌকিক মহাদীপ কখনো নিভে না। এই চূড়ায় নীলচক্রের নীচে প্রজ্জ্বলিত এ প্রদীপ প্রায় ১ ফুট লম্বা ও ১ ফুট চওড়া এবং এই প্রদীপ প্রজ্জ্বলন করতে লাগে প্রায় আড়াই কেজি ঘি। যা সত্যি আশ্চর্যই বটে।



আগামী পর্বে থাকছে

জগন্নাথদেবের খিলি পান সেবা

ভগবান শ্রীজগন্নাথদেবের এই অদ্ভুত লীলাটি শেয়ার করে সবার মাঝে মাধ্যমে ছড়িয়ে দিন। জয় জগন্নাথ।




Post a Comment

0 Comments