কিছু কথা ? আপনি কি গুণছেন?




কিছু কথা ? আপনি কি গুণছেন?


কঠিনতম গণিত হচ্ছে তা যা আমাদেরকে আমাদের আশীর্বাদ গণনা করতে সক্ষম করে ।  ------ এরিক হফার

সৌভাগ্যবশতঃ আমাদের অনেক মূল্যবান উপহার রয়েছে কিন্তু আমরা তাদের অবধারিত বলে গ্রহণ করি । নিম্নোক্ত বিষয়সমূহ বিবেচনা করুন

আজকে যদি আপনি কোনরূপ ব্যথা ছাড়া জেগে ওঠেন আপনি সেসকল লোকের চেয়ে ভাগ্যবান যাদের জটিল ব্যাধি এবং যাতনা রয়েছে ।

আপনি যদি কখনো যুদ্ধের বিপদসমূহ, কারাগারের একাকীত্ব অথবা ক্ষুধা সম্পর্কে কখনো না জানেন তাহলে আপনি বিশ্বের ৫০০ মিলিয়ন মানুষের চেয়ে ভাল আছেন ।

আপনার মৌলিক প্রয়োজনসমূহ যদি আবৃত থাকে আপনি বিশ্বের শ্রেষ্ঠ ৭৫% অবশিষ্টাংশের চেয়ে ধনী ।

আপনার যদি কিছু সঞ্চয় থাকে তাহলে আপনি বিশ্বের ১০% প্রগতিশীল লোকের মধ্যে রয়েছেন ।

আপনি যদি এটি অধ্যায়ন করতে পারেন তাহলে আপনি আশীর্বাদপুষ্ট । কারণ বিশ্বের বিশ লক্ষেরও বেশি লোক পড়তে জানে না, তাদের চক্ষু নেই ।

কৃতজ্ঞতা যে ইতিবাচক আনন্দ নিয়ে আসে তা মেলোডি বেটি কর্তৃক প্রকাশিত হয়েছে ।
“কৃতজ্ঞতা জীবনের পূর্ণতাকে উন্মুক্ত করে ।
এটি আমাদের যা পর্যাপ্ত রয়েছে তাকে এবং আরো বেশিকে রূপান্তরিত করে । এটি অবজ্ঞাকে স্বীকৃতিতে, বিশৃংঙ্খলাকে শৃঙ্খলায়, সন্দেহকে স্পষ্টতায় রুপান্তরিত করে ।
এটি একটি আহার্যকে ভোজে, একটি বাড়িকে গৃহে, একজন আগন্তককে বন্ধুতে পরিণত করে ।
কৃতজ্ঞতা আমাদের অতীতের মনোভাবকে গঠন করে, আজকের জন্য শান্তি আনয়ণ করে এবং আগামীর জন্য এটি মনোদৃষ্টি সৃজন করে ।”

আমাদের জীবনে, আমাদের সমস্যা রয়েছে এবং আমাদের আশির্বাদ রয়েছে । সমস্যাগুলো গণনা করব এবং দুঃখিত হব অথবা আমাদের আশির্বাদসমূহ গণনা করব এবং সুখী হব ।

ইসকনের গুরুদেব শ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজ বলেছেন, “যে কৃতজ্ঞ নয় সে একজন মহামূর্খ”

এই নিয়ে একটা গল্প আছে, এক ধনীলোক জানালা দিকে তাকিয়ে দেখল এক গরীব ক্ষুদার্থ ব্যক্তি ডাস্টবিনে  আবর্জনা থেকে খাচ্ছে। আর সাথে সাথে সেই ধনীলোক ভগবান বলল, ধন্যবাদ ভগবান, আমাকে তুমি গরীব বানাওনি।
সেই ক্ষুদার্থ গরীব লোকটি দেখল এক পাগলকে, যে পাগল পাগলামি করছে। সেই গরীব ভগবানকে ধন্যবাদ জানিয়ে বলল, ধন্যবাদ ভগবান, আপনি আমাকে পাগল বানান নি।
সেই পাগল দেখল এম্বুলেন্স করে এক রোগী যাচ্ছে। আর সে ই পাগল ভগবানকে ধন্যবাদ দিচ্ছে আমি রোগী না।
আর সেই রোগী যখন হাসপাতালে গেল, দেখল যে তার পাশের রোগীটি মারা গেল। আর ভগবানকে বলল ধন্যবাদ ভগবান,আমি এখনো বেঁচে আছি।
কিন্তু সেই মৃত লোকটি ভগবানকে ধন্যবাদ দিতে পারছে না কারন সে মৃত।
তাই এই জগতে যারা বেচে থেকেও ভগবানকে ধন্যবাদ জানাচ্ছে না তারা বেচে থেকেও মৃত।

তাই ভগবানের উপহারসমূহের জন্য কৃতজ্ঞ হোন । আমাদের অভাব থেকে আমাদের উপহারে মনোযোগ ঘুরিয়ে ইতিবাচক চিন্তনকে উৎসাহিত করে ভগবানকে বলুন ‘ধন্যবাদ’ ।

Post a Comment

0 Comments