পঞ্চতত্ত্বের মহিমা

পঞ্চতত্ত্বের মহিমা 




🚩 পঞ্চতত্ত্বের এক একজন একেক রকম আশ্রয় তত্ত্বের প্রতিভূ,প্রতিমূর্ত বিগ্রহ। নিষ্ঠাবান ভক্তগণের উচিত পঞ্চতত্ত্বের প্রত্যেকের নিকট তাঁদের আশ্রয় ও কৃপা প্রার্থনা করা, যাতে তারা ভক্তিপথে প্রগতি সাধন ও শ্রীচৈতন্য মহাপ্রভুর পরম আশ্রয় লাভ করতে পারেন। নাম জপের পূর্বে পঞ্চতত্ত্ব  মন্ত্র জপের মাধ্যমে শুদ্ধ জপ হয়। 


🚩 শ্রীল স্বরূপ দামোদর কর্তৃক পঞ্চতত্ত্বের মহিমাঃ

    

🌻 #শ্রীবাস_পণ্ডিতঃ পঞ্চতত্ত্বের শ্রীবাস ঠাকুর হচ্ছেন শুদ্ধনামাশ্রয় এর প্রতিভু বিগ্রহ। শ্রীবাস ঠাকুরের নাম গ্রহন ও তাঁর নিকট প্রার্থনার মাধ্যমে তাঁর কৃপা লাভ করা যায় এবং শ্রীকৃষ্ণের শুদ্ধনাম জপ করার সামর্থ্য লাভ হয়।


🌻 #শ্রী_অদ্বৈত_অাচার্যঃ শ্রী অদ্বৈত হচ্ছেন পাঞ্চরাত্রিক বিধি আশ্রয়ের প্রতিভূ, যে বিধিতে গায়ত্রী, দীক্ষা, অর্চনা এবং বৈধী ভক্তির কঠোর বিধি নিয়মাদি অন্তর্ভুক্ত। শ্রী অদ্বৈত আচার্য হলো পাঞ্চরাত্রিক বিধির আচার্য। শ্রীঅদ্বৈতের কৃপা ভিন্ন কেউই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ পরিশুদ্ধ করতে পারেনা।


🌻 #শ্রী_গদাধর_পণ্ডিতঃ শ্রী গদাধর পণ্ডিত হচ্ছেন ভাবাশ্রয় তত্ত্ব। পূর্ণ কৃষ্ণপ্রেম লাভের প্রারম্ভিক স্তর ভাব এর আশ্রয় বিগ্রহ। শুদ্ধভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং ভাবভক্তির স্তরে উন্নীত হওয়ার জন্য ভক্তের উচিত সর্বদাই শ্রীগদাধর পণ্ডিতের নাম গ্রহন, স্মরণ ও তাঁর নিকট প্রার্থনা করা।


🌻 #শ্রী_নিত্যানন্দ_প্রভুঃ শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন প্রেম আশ্রয়, তিনি কৃষ্ণপ্রেমের আশ্রয় বিগ্রহ। উদার কৃপাময় শ্রী নিত্যানন্দ প্রভুর নিকট ক্রন্দন, সকাতরে তার দয়া ভিক্ষা এবং সোল্লাসে "নিতাই গৌরাঙ্গ" কীর্তনের ফলে ভক্ত দ্রুত প্রেম -নাম জপের স্তরে উন্নীত হতে পারেন।


🌻 #শ্রী_গৌরাঙ্গ_মহাপ্রভুঃ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন রস আশ্রয় তত্ত্ব বিগ্রহ। তিনি শুদ্ধ ভগবৎ  প্রেমে অনুভূত পরমাস্বাদ্য দিব্য ভাব( মাধু্র্যাদি রস) এর আশ্রয়। 


চৈতন্য নিত্যানন্দ নাহি এসব বিচার।

নাম লৈতে প্রেম দেন,বহে অশ্রুধার।

----------------------- চৈ.চ. আদি ৮/৩১

পঞ্চতত্ত্ব  পতিত জীবের পাপ বিচার করেন না। তবে কেউ যদি হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন কিন্তু তার কার্যকলাপ যদি পাপযুক্ত হয়,তাহলে তার পক্ষে ভগবৎ প্রেম লাভ করা অসম্ভব। 


" মূক কবিত্ব করে যাঁ সবার স্মরণে।

পুঙ্গ গিরি লঙ্ঘে অন্ধে দেখে তারাগণে।।

------------------------চৈ.চ.আদি ৮/৫

পঞ্চতত্ত্বের শ্রীপাদপদ্ম স্মরণ করে মূক কবিতে পরিণত হয়, পঙ্গু পর্বত লঙ্গন করে,এবং অন্ধ আকাশে তারকারাজি দর্শন করতে পারে।

Post a Comment

0 Comments