১০০ টাকা মন্দিরে যতটা বড় দেখায়, শপিং মলে তা ঠিক ততটাই ছোট!

.

★ মন্দিরে বসে ২ ঘন্টা প্রার্থনা করা কতইনা দীর্ঘ, অথচ সিনেমা হলে তা কিছুই না!

.

★ ৪ ঘন্টার একটা ক্রিকেট ম্যাচ কিছুই না, অথচ মাত্র ৪ মিনিট বসে গীতা পাঠ করা অনেক বিরক্তিকর!

.

★ গীতার ২ টি শ্লোক পড়তে কতইনা কষ্টকর, অথচ ২০০ পৃষ্ঠার উপন্যাস ঠিক ততটাই আনন্দ দায়ক!

.

★ মাসিক ১০০০ টাকার প্রাইভেট ক্লাস, গানের ক্লাস, নাচের ক্লাস, ড্রয়িং ক্লাস করার অফুরন্ত সময়, অথচ মাসিক ৩০ টাকায় সপ্তাহে ৪ দিন গীতা ক্লাসের জন্য বিন্দু পরিমাণ সময় নেই!

.

★ গানের শিক্ষক, নাচের শিক্ষক, ড্রয়িং শিক্ষকের বেতন মাসে ৪ দিনে ৩০০০-৫০০০ টাকা, অথচ গীতা শিক্ষকের বেতন মাসে ৩০ দিনে ৫০০ টাকা!

.

★ আমরা আধুনিক! আমরা এমনই! গীতা কোন শেখা বা পড়ার বিষয়ই না, শুধু পড়ালেখা, নাচ, গান শিখাই জীবনের আসল ক্রেডিট।

.

★ বয়স যতই হোক বিভিন্ন জায়গায় গিয়ে অন্যান্য যেকোন কিছু শেখা কোন লজ্জার বিষয় নয় অথচ ছেলেমেয়েদের বয়স ১৪/১৫ হলেই গীতা শেখা যেন বড়ই লজ্জার বিষয়!

.

★ বৃদ্ধাশ্রম কিন্তু এমনি এমনি একদিনে তৈরি হয় নাই।


আপনার সবশিক্ষাই ছিল, কিন্তু নৈতিক শিক্ষা ছিল না,ছিল না গীতা শিক্ষা!!!!!


আমি হরষিত বলছি, আজকে লাভজিহাদ, হিন্দু ছেলে মেয়েরা মুসলিম কেন হচ্ছে, ভেবে দেখেছেন কখনো?? 

আমাদের হিন্দু ছেলেমেয়েরা ধর্মীয় জ্ঞানে গীতা জ্ঞানে, ও বৈদিক অনান্য শাস্ত্র গ্রন্থ ব্যাপারে অজ্ঞ। 

যেসব হিন্দু ছেলে মেয়ের হৃদয়ে ধর্মীয় জ্ঞান পর্যাপ্ত, তাকে যতই প্রলোভনদেখান, তাকে ধর্মান্তরিত হয়ে মুসলিম বা খ্রিস্টান করতে পারবেন না। 

দোষটা কিন্তু আমাদেরই।

স্বয়ংবিচার করুন!!!!


🌼হরে কৃষ্ণ🌼

🙏জয় গীতা🙏

Post a Comment

0 Comments