মহাপ্রসাদের অদ্ভুত মহিমা


 

মহাপ্রসাদের অদ্ভুত মহিমা

======================

ইসকন গুরুবর্গের অন্যতম শ্রীল গৌর গোবিন্দ গোস্বামী মহারাজ একবার একটি গ্রামে বৈষ্ণব সেবায় গিয়েছিলেন। আয়োজককারী ভক্তবৃন্দ ৪০-৫০ জন ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করেন। তাদের ধারনা ছিলো বৈষ্ণব সেবায় সর্বোচ্চ ৩০-৪০ জন ভক্ত যোগদান করতে পারে। যখন মহারাজ সেখানে পৌছালেন মহারাজের আগমন সংবাদ পেয়ে এক হাজারের বেশি ভক্তের সমাগম হয়ে গেল। প্রসাদের স্বল্পতার কারনে এত ভক্তবৃন্দের সমাগম দেখে আয়োজককারী ভক্তবৃন্দ দুশ্চিন্তায় পরলেন। তখন তারা মহারাজকে দোষ দিতে লাগলেন। মহারাজ তাদের বললেন চিন্তা করিও না। মহারাজ ভাগবত প্রবচন শেষ করে নিজে ভগবানকে তুলসীপত্র সহকারে ভোগ নিবেদন করলেন। ভোগ শেষে যখন ভক্তদের প্রসাদ বিতরন করা চলছে তখন মহারাজ জিজ্ঞেস করলেন ভক্তরা সবাই প্রসাদ পেয়েছেন? উত্তরে তারা বললেন মহারাজ এক হাজার ভক্তের বেশি ভক্ত তৃপ্তি সহকারে  প্রসাদ পেয়ে চলে গেল। অথচ অর্ধেক প্রসাদও শেষ হয়নি। পরের দিন সকাল পর্যন্ত একটানা প্রসাদ বিতরন চললো। ভক্তরা মহারাজকে জিজ্ঞাসা করলেন এমন আশ্চর্যজনক ঘটনা কি করে ঘটলো! মহারাজ উত্তরে বললে আশ্চর্য হওয়ার কিছু নেই। মহাপ্রসাদ এবং কৃষ্ণ অভিন্ন। কৃষ্ণের করুনা কখনও শেষ হয় না। যদি এ মহাপ্রসাদ সারা পৃথিবীতেও বিতরন করা হয় তখনও প্রসাদ শেষ হবে না।

---------শ্রীমৎ ভক্তি বেদান্ত মুনি মহারাজ।

Post a Comment

0 Comments