🌿🌺🌿"ভগবান শিবের মহিমা সম্পর্কে পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের এক অপূর্ব হৃদয়স্পর্শী বর্ণনা।কৃপা করে সকলেই পড়ুন।"
🌺"বিশ্ব ব্রহ্মান্ডে মহাদেবের অস্তিত্বের মহিমা সবার উপরে,একমাত্র শ্রীবিষ্ণুর পরে।যথার্থ গুরু শিষ্য পরম্পরায় তিনি একজন বিশিষ্ট বৈষ্ণবও।"
🌺"প্রকৃতপক্ষে শিব হলেন ধামাদির রক্ষাকর্তা।শিবের অনুগ্রহ বিনা ধামে প্রবেশ করতে কেউ পারে না।"
🌺"পার্বতীদেবীকে শিব উপদেশ দেন গৌরাঙ্গদেবের আরাধনা করতে,তাঁর দর্শন লাভ করে তাঁর চরণ ধুলি গ্রহণ করতে।"
🌺"নবদ্বীপ ধামে হরিহর ক্ষেত্রে কেউ যদি দেহ ত্যাগ করে শিব এসে ঐ ব্যক্তির কর্ণে গৌর গৌর বলে।ফলে সেই ব্যক্তি গৌর ধাম প্রাপ্ত হয়।"
🌺"প্রচার কার্যে ও আমাদের ভগবান শিবের আর্শীবাদ দরকার।"
🌺"বৃন্দাবনের শিব গোপেশ্বর শিব রূপে পূজিত।"
🌺"আমাদের পরম্পরা ধারায় শ্রীচৈতন্য মহাপ্রভু শিবের প্রতি খুব শ্রদ্ধাশীল ছিলেন।তিনি শিব মন্দিরে ও যান যেমন সুন্দরেশ্বর মন্দির দক্ষিণ ভারতে এবং মীনাক্ষি মন্দির এবং সেখানে তিনি কি করেছিলেন-মহাপ্রভু সেখানে"হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরেহরে " কীর্তন করেছিলেন।"
🌺"যদিও লোকে শিবের পূজো করে নানা জাগতিক প্রয়োজনে,সেটা অবশ্যই প্রশংসনীয় তবে শিবের কৃপা হল ভগবদ্ভক্তি লাভের জন্য।"
🌺"শিব একজন মহান বৈষ্ণব, তিনিই ভগবদ্ভক্তি দান করতে পারেন।ঠিক যেমন গোপীরা আরাধনা করেছিল,তারা জাগতিক কিছু পেতে চায়নি বরং ত্যাগী হয়ে আরাধনা করেছিল-ভগবান শ্রীকৃষ্ণকে তাদের স্বামীরূপে পেতে।"
🌺" শিবের কাছে প্রার্থনা করা উচিত একমাত্র কৃষ্ণভক্তি পাওয়ার জন্য।"
🌺"মহাদেব শিব হচ্ছেন সবার গুরু।সব থেকে বড় আর্শীবাদ পাওয়া যায় শিবের কাছে - কৃষ্ণ ভক্তি। সেটা আজকাল কার মানুষ চায় না।কেউ চাইছে টাকা,কেউ বাড়ি,চাকুরি,কিন্তু তাঁর কাছে ভগবানের ভক্তি, দিব্য জ্ঞান চাওয়া যায়-এটা সাধারণত কেউ চায় না।"
দ্বাদশ বৈষ্ণব মহাজনের অন্যতম,বৈষ্ণব চূড়ামণি, শুদ্ধ কৃষ্ণভক্তিপ্রদানকারী,বৈষ্ণবী মাতা জগৎজননী পার্বতীর পরমারাধ্য পতিদেব,গৌরীবল্লভ, শ্রীশিবসম্ভু, নটরাজ বৈষ্ণবানা যথা শম্ভু "বৈষ্ণবশ্রেষ্ঠ" পরম মঙ্গলময় মহিমান্বিত শ্রীশ্রী মহা-শিবরাত্রি ব্রত
0 Comments