"প্রভুপাদ লীলামৃত"----

----------------------------------

"তৃতীয় বিশ্বযুদ্ধ।"

---------------------------

শ্রুত কীর্তি দাস:--"একদিন প্রাতঃভ্রমণে বেড়িয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বিরাট কথোপকথন শুনতে পেয়েছিলাম। সুতরাং সকল ভক্তবৃন্দ নিকটস্থ হয়ে অনুসন্ধান শুরু করেছিলেন এবং প্রভুপাদ বলেছিলেন যুদ্ধ শুরু হবে ভারত ও পাকিস্তানের মধ্যে। তারপর প্রভুপাদ বলেছিলেন যুদ্ধের পর প্রচার খুব ভালো হবে। ভক্তবৃন্দ জিজ্ঞাসা করেছিলেন,"আমাদের কি করা উচিত? আমাদের কি কাজ শুরু করা উচিত?"প্রভুপাদ বলেছিলেন হ্যাঁ এবং তিনি আরও বলেছিলেন,"কিন্তু আমরা পরোয়া করি না।"তিনি আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন,"আমরা ঠিক ওপরের দিকে তাকিয়ে দেখবো এবং যখনই আমরা বোমা দেখতে পাবো,তখনই ‌ কৃষ্ণ এখানে উপস্থিত হবেন।


মায়াপুরে যখন সাপ ছিল তখনও একই ঘটনা ঘটেছিল। প্রভুপাদ বলেছিলেন,"যদি কৃষ্ণ তোমাকে রক্ষা করতে চান,কেউ তোমাকে মারতে পারবে না।আর কৃষ্ণ যদি তোমাকে মারতে চান, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না।"সুতরাং, তিনি এই বিষয়ে আমাদের নিকট কোন উদ্বেগ প্রকাশ করেন নি। তবে তিনি প্রচারের প্রসঙ্গে বলেছিলেন যে যুদ্ধটা কিভাবে প্রচারের উপর প্রভাব ফেলবে এবং যুদ্ধের পর কিভাবে ভালো করে প্রচার করতে হবে, তবে এটা নয় যে আমরা যুদ্ধ এবং মৃত্যুর ভয়ে ভীত হয়েছিলাম।

Post a Comment

0 Comments