শ্রীমতী রাধারানীর কপালে তিলক ধারণ না করার অর্থ কি? ভগবান শ্রীকৃষ্ণ কেন কপালে তিলক ধারণ করেন?

 শ্রীমতী রাধারানীর কপালে তিলক ধারণ না করার অর্থ কি? 

ভগবান শ্রীকৃষ্ণ কেন কপালে তিলক  ধারণ করেন?





শ্রীমতী রাধারানীর কপালে তিলক নেই।তাই অনেকের মনেই প্রশ্ন জাগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিলক  ধারণ করেন, শ্রী বলরাম তিলক ধারণ করেন, সমস্ত ভক্তরা তিলক ধারণ করেন.... তাহলে শ্রীমতী রাধারানীর কপালে তিলক কেন নেই? 

এর কারণ হলো রাধারানী যেহেতু গোপী শ্রেষ্ঠা, গোপী শিরোমনি, আর এই তিলক হলো গোপীদেরই চরণ ধুলি... তাই স্বাভাবিক ভাবেই রাধারানীর কপালে তিলক নেই।


তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কপালে কেন তিলক  ধারণ করে থাকেন? এমন প্রশ্ন অনেকের মনে আসতে পারাটাই স্বাভাবিক। শ্রীকৃষ্ণের বার্তাটাই হলো এই যে, আমার থেকে আমার ভক্তরা শ্রেষ্ঠ এবং আমার পূজার থেকে আমার ভক্তের পূজা আরো শ্রেষ্ঠ। অতএব শ্রীকৃষ্ণ তার ভক্তের মহিমা ব্যাপ্তি করবার জন্য ভক্তের চরণ ধুলিকে নিজের মাথায়, কপালে ধারণ করেন।


তিলকের উৎপত্তি হয় গোপীপদ রেণু,

গোবিন্দের কপালে তিলক বাজায় বেনু। 

তিলক থাকে গোপীদের চরণ কমলে, 

ভক্তের মহিমা বাড়াতে কৃষ্ণের কপালে।

গোপী পদরেণু তাই, রাধার কপালে তিলক নাই,

তিলক বিনে গুরু-কৃষ্ণ সেবা বিফলে গেল ভাই।

Post a Comment

0 Comments