"প্রভুপাদ লীলামৃত।"
------------------------------
"
"হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো।"
গিরিরাজ স্বামী:-
----------------------
উৎসবের পূর্বে, আমি শ্রীল প্রভুপাদের নিকটে গিয়ে বলেছিলাম,"শ্রীল প্রভুপাদ, আপনি আমাদের কাছ থেকে কি চান, আপনার ইচ্ছা কি তার বোঝার চেষ্টা করছি।"আমি দেখেছিলাম প্রভুপাদ আমার প্রতিটি কথা মনযোগ সহকারে শ্রবণ করেছিলেন এবং বলেছিলাম,"মনে হয় দুইটি জিনিস আপনাকে সবথেকে বেশি খুশি করতে পারে। তার হ'লো (১) আপনার পুস্তক বিতরণ ,(২)মায়াপুরে বড় মন্দির নির্মাণ করা। কথাটা শুনে শ্রীল প্রভুপাদের চোখ দুটি বিস্ফারিত হয়ে উঠেছিল, তাঁর মুখমন্ডল প্রজ্জ্বলিত হয়ে উঠেছিল। তিনি আমার দিকে তাকিয়ে হেসে বলেছিলেন,"হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো।"তারপর তিনি আরো বলেছিলেন,"তুমি যদি মায়াপুরে বড় মন্দির নির্মাণ করতে পারো তাহলে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর স্বয়ং এখানে এসে তোমাকে গোলক নামে ফিরিয়ে নিয়ে যাবেন।"
0 Comments