✍️জপের ক্ষেত্রে ৩টি স্তর আছে...

১.নাম অপরাধ 

২.নামাভাস

৩.শুদ্ধনাম


🍁🍁আরেকটি দিক রয়েছে এই ৩ টি বাদ দিয়ে..আমরা বাংলাতে অতীত,বর্তমান ভবিষ্যৎ এই ৩টি শব্দ ব্যবহার করে থাকি,আমাদের দৈনন্দিন জীবনে..

আর এই ৩ টি শব্দ, জপের ক্ষেত্রেও প্রযোজ্য..


🍁🍁প্রথম স্তরটি হচ্ছে",প্রস্তুতি"....

ঠিক যেইরকম জমিতে চাষ করার পূর্বে চাষী জমিটাকে তৈরী করে নেয়...জমিটা তৈরী না করে যদি বীজ ফেলে দেয়,রোপন করার চেষ্টা করে তাহলে ফল পাবে না..অনেকে দেখেছেন যখন ধান চাষ হয়,কতটা প্রস্তুতি দরকার.,ধান চাষের জন্য...


🍁🍁অনেক সময় আমরা অপ্রস্তুত থাকি.,সেইজন্য বিড়ম্বনায় পড়ি..কিছু কিছু সময়,অপ্রস্তুত থাকি বলে আমরা অনেক কিছু মানিয়ে নিতে পারি না...আমরা প্রস্তুতি নেই না বলে...


🍁🍁হঠাৎ করে যদি আপনার বাসায় ১০ জন সাধু এসে বলে,খেতে দিতে,আপনার ঘরে হয়তো ৫০০ আলু আছে,আর কিছু নেই..অপ্রস্তুত..কিন্তু যদি প্রস্তুতি নিয়ে থাকতেন,সাধ্যমতো চেষ্টা করে যাই....


🍁🍁দৈনন্দিন জীবনে যখনি আমরা কোন কিছুর বিষয়ে প্রস্তুতি না নেই,পরীক্ষার আগে,চাষের আগে প্রস্তুতি না নেই,তবে বিড়ম্বনায় পড়বো...এইটাই স্বাভাবিক..ঠিক সেইরকম জপের জন্য আমরা প্রস্তুতি না নেই,তবে আমরা বিড়ম্বনায় পড়বো...১ ঘন্টা জপ করবো,তার মধ্যে ৪৫ মিনিট ঘুম ঘুম ভাব..?

কেনো?প্রস্তুতি নেই...

জপের সময় মনটা অনেক চঞ্চল..কেনো?প্রস্তুতি নেই...


🍁🍁সবকিছুর জন্য প্রস্তুতি,জপের জন্য কেনো প্রস্তুতি না?কালকে আমি একটা কাপড় পড়বো,তা আজ ধুয়ে রাখছি না..প্রস্তুতি.....


🍁🍁খাওয়ার জন্য ,ঘুমানোর জন্য,থাকার জন্য,পরীক্ষার জন্য, চাষের জন্য,কোথায় যাবো তার জন্য ব্যাগ গুছাবো,সেই প্রস্তুতি তাহলে জপের জন্য কেনো প্রস্তুতি না?


🍁🍁যদি এইটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেবা হয়ে থাকে,যদি এইটা গুরুদেবের উপদেশ হয়ে থাকে তবে,কেনো প্রস্তুতি না?


🍁🍁জপের সময় আমাদের ঘুম পায়,একটু চিন্তা করেছেন?

জপের সময় মনটা এদিক-ওদিক যায়,একটু চিন্তা করেছি,আর তার জন্য আমরা কি পদক্ষেপ নিচ্ছি?এইটা একটু উপলব্ধি করতে হবে,..আর,এইটা হচ্ছে প্রথম স্তর...


🍁🍁২য় স্তর..প্রস্তুতি নেয়ার পরে,প্রকৃতপক্ষে জপ করতে বসা...অনেক সময় আমরা অনেক প্রস্তুতি নেই,কিন্তু কাজের সময় তা করি না..অনেকে বলে,আমি আজকে অনুষ্ঠানে আসবো,আর অনুষ্ঠানে আসার জন্য আমি এই এই ব্যবস্থা করে রেখেছি..আমার কোন অসুবিধা নেই..কিন্তু দেখা গেলো অনুষ্ঠানের সময় প্রভু নেই,প্রভুকে খুজে পাওয়া যাচ্ছে না....


🍁🍁তাই শুধু প্রস্তুতি নিলে হবে না..প্রস্তুতির পর তা বাস্তবিক রুপ দান করতে হবে...


🍁🍁অনেক সময় বলে আমি কালকে জপ করতে বসবোই,আজকের জপ ভালো হয়নি..কালকে আমি জপ করবোই..কিন্তু কালকে আসলো..আর জপ হচ্ছে না..বিভিন্ন অজুহাত..এইটা হচ্ছে ২য় স্তর..


🍁🍁প্রকৃতপক্ষে জপ তে বসা,মনোনিবেশ করা,জপের সময় না ঘুমিয়ে পড়া,আমি যে কতটা বাস্তবিক পরিকল্পনা করেছি,তার ফলাফল তো জপে পাবো..তাই না?এইটা হচ্ছে ২য় স্তর...


🍁🍁আর ৩য় স্তর হচ্ছে,"জপের পর আমি কি করছি.."স্নান করার পর যদি কাদা নিয়ে সারা শরীরে মাখি,তাহলে কি হবে?হাতির স্নানের মত হয়ে গেলো না?

হাতি স্নান করলো,স্নান করা শেষে,ধুলোবালি নিয়ে গায়ে জড়ালো..তার মানে হচ্ছে-দিনের বেলা আমার ২৪ ঘন্টার মধ্যে ২ ঘন্টা জপ করি,বাকি ২২ ঘন্টা আমরা কি করছি তার দিকে আমাদের নজর দিতে হবে..কারন বাকি ২২ ঘন্টা উপর নির্ভর করছে আমাদের ২ ঘন্টার জপ কেমন হবে..


🍁🍁জপের আগে,জপের সময়,জপের পর,এইটি হচ্ছে জপের ৩টি স্তর..


🍁🍁আর জপের পরে আমরা কি করছি সেইটাও কিন্তু গুরুত্বপূর্ণ..


🍁🍁এই তিনটা জিনিস যদি আমরা চিন্তা করি,মনোনিবেশ করি,বাস্তবিক কোন পদক্ষেপ নেয়ার যদি আমরা কোন সুযোগ পাই,তাহলে আশা করি সাধু গুরু বৈষ্ণবের কৃপাতে,এবং আমাদের ঐকান্তিক চেষ্টায় জপতে অসুবিধা হবে না...


🍁🍁ভালো জপ করা এত সহজ না কিন্তু,আর একই সাথে সাধু গুরু বৈষ্ণবের কৃপায় ঐকান্তিক ভাবে যদি চেষ্টা করে তাহলে বিষয়টা খুব কঠিন না..


🍁🍁জপটা খুব গুরুত্বপূর্ণ..আমাদের অনেক কার্যক্রম রয়েছে,পড়াশোনা,চাকরি,ব্যবসা,সংসার ইত্যাদি ইত্যাদি..সব স্বীকার করেও অনুরোধ করবো,জপটা ভালো করে করার..


🍁🍁আর জপটা যদি আমরা ভালো করে করতে চাই,আজকের যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম,জপের ৩টি স্তর,তা যেন মনে থাকে আমাদের...


🍁🍁নাম অপরাধ,নামাভাস,শুদ্ধ নাম,এর সাথে সাথে জপের প্রস্তুতি,জপ এবং জপের পর আমরা কি করছি তার দিকেও আমাদের মনোনিবেশ করতে হবে...


🍁🍁উদাহরণস্বরূপ জপের পর ই যদি প্রজল্প শুরু করে দেন,তাহলে জপের উপর আমাদের প্রভাব পড়বে না?অবশ্যই পড়বে..


🍁🍁নেতিবাচক জিনিসটা পরিত্যাগ করতে হবে..তাই এইসমস্ত জিনিস আমরা করবো না,যা আমাদের জপের উপর খারাপ প্রভাব ফেলে..


🍁🍁এমনকিছু যাতে না করি,যা প্রতিকূল প্রভাব,অনুকূল না...

যেমন একসাথে সবাই মিলে জপ করছি এইটা অনুকূল প্রভাব,..৪/৫ জন মিলে জপ করছি এইটা অনুকূল প্রভাব,৪/৫ জন মিলে একজন ভক্ত কি করেছে,সেইটা নিয়ে ২ ঘন্টা কিভাবে যে চলে গেলো,আমরা সময় খুজে পেলাম না..এইটা জপের খারাপ প্রভাব ফেলে.


🍁🍁তাই জপের পর কি করছি,তা জপের সাথে ওতপ্রোতভাবে জড়িত....


-#শ্রীপাদ_নাড়ু_গোপাল_দাস_প্রভু (জপক্লাস,০১-০৪-২১)

Post a Comment

0 Comments