🔰 ভগবানকে কেন বাম পাশে রেখে প্রণাম করতে হয় ❓ ||  কেবল ইসকনের জন্য বামপাশে প্রণামের নিয়ম নাকি সবার ❓


চানক্য পন্ডিত তার শাস্ত্রীয় শ্লোকাবলীতে বলেছেন:-

স্ববামে প্রণমেদ্বিষ্ণুং দক্ষিণে শক্তি শংকরৌ।

প্রণমেচ্চ গুরুরগ্রে চান্যথা নিষ্ফলং ভবেৎ ।।


অর্থাৎ, বিষ্ণুকে নিজের বামদিকে, শিবকে ও শক্তিকে ডানদিকে, গুরুকে নিজের অগ্রে রেখে প্রণাম করতে হয়, নতুবা নিষ্ফলা হয়। 


এছাড়াও পদ্মপূরাণ, নৃসিংহ পুরাণে -বিলাস ;বলা আছে ভগবানকে বামে রেখে প্রণামের কথা।  


 কেউ যখন আধ্যাত্মিক শিক্ষা অর্জন করতে যায় তখন তাকে বলা হয়, ভগবানের সামনে ভগবানকে বাম পাশে রেখে যেন প্রণাম করা হয়।  যেখানে ভগবান অবস্থান করেন, সেখানে দেবদেবীরাও ভগবানকে দর্শন এর নিমিত্তে বিরাজ করেন। ভগবান কখনো একা থাকেন না। ভগবানের সম্মুখেই সমস্ত দেবতারা বিরাজ করেন। সুতরাং আপনি যদি লম্বা হয়ে প্রণাম করেন তাহলে আপনার মাথা থাকবে ভগবানের মুখোমুখি কিন্তু পা থাকবে দেবতাদের দিকে। তাই ভগবানকে বামে রেখে প্রণাম করা হয়।


তাই কেবল শুধু ইসকন নয়, সমস্ত সনাতনীর উচিৎ ভগবানকে বামে রেখে, দেবদেবীদের ডানদিকে গুরুকে নিজের অগ্রে রেখে প্রণাম করা।  

------------------------------------------------------------------------------

সদা সর্বদা শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের পাদপদ্মের কথা স্মরণ করুন, তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনও অসুবিধা অনুভব করতে হবে না।


জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে।

শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয় ....


ঐকান্তিক ভালবাসা এবং নিষ্ঠার সাথে এই নামগুলি জপ করুন তবেই আপনি চিণ্ময় আনন্দ অনুভব করবেন:


হরে কৃষ্ণ  হরে কৃষ্ণ  কৃষ্ণ কৃষ্ণ হরে হরে

হরে রাম  হরে রাম  রাম রাম  হরে হরে ...(১০৮ বার)


হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন .

Post a Comment

0 Comments