🌿🌹🙏প্রশ্নঃ আমাদের কোন দিকে মাথা দিয়ে শয়ন করা উচিৎ?এবং কেন?
🌿🌹🙏উঃ বৃহৎসংহিতা ও মৎসপুরান মতে দক্ষিণ ও পূর্ব দিকেই মাথা দেওয়া উত্তম।
🌿🌹🙏ন কুবীর্ত ততঃ স্বপং শস্তং চ পূর্ব দক্ষিণম্।।"(পদ্মপুরাণ, সৃষ্টি ৫১/১২৫–১২৬)
অর্থাৎ ,পদ্মপুরাণ মতেও পূর্ব ও দক্ষিণ দিকে মাথা রেখে শয়ন করা উচিৎ।
শাস্ত্রে বলে পূর্বে মাথা দিলে বিদ্যা প্রাপ্তি আর দক্ষিণে ধনপ্রাপ্তি। বিষ্ণুপুরাণে (৩/১১/১১১) রয়েছে এর বিপরীত হলে আয়ুক্ষয় ও রোগ হয়। শাস্ত্রে আরো আছে, নিজের গৃহে পূর্ব ও শ্বশুর বাড়িতে দক্ষিণে শয়ন করা উচিৎ এবং বিদেশে থাকলে পশ্চিম দিকে মাথা রাখা উচিৎ। উত্তরে শয়ন সসর্বদাই পরিত্যাজ্য। গৃ্হস্থের রান্নাঘর, গোশালা,অন্নভান্ডার,পূজারঘর,
গুরুস্থানে শয়ন নিষিদ্ধ। মরণাপন্ন ব্যক্তির মাথা উত্তরে হবে।আধুনিক বিজ্ঞানও উত্তরে মাথা না দিয়েই ঘুমানোর কথা বলেছে।মানুষ নিজেই একটি চুম্বক মানুষের মাথা হল উত্তরমেরু আর পা হল দক্ষিণ মেরু।পৃথিবীর চুম্বকীয়ক্ষেত্র দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়। মাথা যদি উত্তরে থাকে তাহলে রক্ত মাথার দিকে প্রবাহিত। ফলে শরীর অশান্ত হয় সুস্বপ্ন হয়।বিজ্ঞানী ফ্যারাডের সূত্র অনুযায়ী মানবদেহ বিদ্যুৎ সুপরিবাহী এবং দেহ একটি চুম্বক বলে দেহের চারপাশে চুম্বকীয় আবেশ সৃষ্টি হয়। দেহের রক্তে হিমোগ্লোবিনে লৌহ না থাকায় দেহে চুম্বকীয় আবেশ সহজে সৃষ্টি হতে পারে। তাই উত্তরে মাথা দিয়ে শয়নে দেহে রক্তের হিমোগ্লোবিনে চুম্বক বিকর্ষণ জনীত কারণে চৌম্বকীয় আবেশের ফলে উত্তেজনা সৃষ্টি হয়। আর দক্ষিণে মাথা দিয়ে শয়নে দেহে বিষমমেরু জনিত আকর্ষণে রক্তচলাচল সুষম হওয়ার কারণে দেহে প্রশান্তি আসে। তাই দক্ষিণে মাথা দিয়ে শয়ন করাই শ্রেয়।
হরেকৃষ্ণ 🙏🙏
0 Comments