আমাদের জীবনে অনেক দুঃখ,কস্ট আসবে..একদম বিভ্রান্ত হবেন না


 🌿প্রশ্ন- ভক্তের জীবনে একটা "ঘা"এর পর আরেকটা "ঘা",নিরন্তর কস্ট,দুঃখ,যন্ত্রনা ভক্তদের পেতে হয়..,তদ্রূপ আমরা এইরকম মহাত্মা বৈষ্ণবদেরও দেখতে পাই,যেমন জয়পতাকা স্বামী গুরুমহারাজ, ভক্তিচারু স্বামী গুরুমহারাজ বা পঙ্কজাঙ্ঘী প্রভু উনারা কত শারীরিক কস্ট সহ্য করছেন..


****তাই আমার প্রশ্ন হচ্ছে-"ভক্তদের কেনো এত কস্ট-যন্ত্রনা ভোগ করতে হয়.?কিন্তু যেইসব মহাত্মারা কৃষ্ণের জন্য সবকিছু ত্যাগ করেছেন,কৃষ্ণ কিভাবে ওইসব ভক্তদের এত কস্ট সহ্য করে থাকেন,..?****


🌿--তুমি যদি হাসপাতালে গিয়ে জিজ্ঞেস করো,এইখানে এত রোগী কেনো,নদীতে নেমে যদি জিজ্ঞেস করো,আমার শরীর কেনো ভিজে গেলো,আমিতো ডাঙ্গাতে পুরো শুকনা ছিলাম,যেই নদীতে নামলাম আমার শরীর পুরো ভিজে গেলো,এখন আমার কি হবে প্রভু..?গরম কালে রোদে দাঁড়িয়ে বলবে,প্রভু আমার গরম লাগছে..পরিস্থিতিটা সেইরকম..


🌿তুমি জলে নেমে বলছো তোমার শরীর ভিজে যাচ্ছে..রৌদ্রে দাঁড়িয়ে বলছো,আমার রোদ লাগছে..


🌿বদ্ধ জীব আর মুক্ত জীব,.পার্থক্য রয়েছে..তুমি যে সমস্ত মহান ভক্তদের উদাহরণ দিলে উনারা মুক্ত জীব,আমরা বদ্ধ জীব..পার্থক্যটা এইটা..মুক্ত জীব এর দ্বারা প্রভাবিত হয়না..আমরা প্রভাবিত হই..


🌿কিন্তু কেউ যখন এই জড়জগতে প্রবেশ করে,এই জড়জগতের কিছু নিয়ম-কানুন রয়েছে,কিছু বিধান রয়েছে,যেমন এই দেহের জন্ম হয়েছে,এই দেহকে ত্যাগ করতে হবে..যতদিন তোমার দেহ আছে ততদিন তোমার আদিদৈবিক, আদিভৌতিক,আদিআত্মিক ক্লেশ এর মাধ্যম দিয়ে যেতে হবে..বিভিন্ন কস্টের মাধ্যম দিয়ে যেতেই হবে..এইটি হচ্ছে এই সংসারের নিয়ম..


🌿সেইজন্য ভগবত গীতায় ভগবান বলছেন,"দুঃখালয়ম অশাশ্বতম"...এইটা দুঃখের আলয়..তো দুঃখের আলয়ে গিয়ে যদি বলো,কেনো আমার দুঃখ হচ্ছে...


🌿কিন্তু মুক্ত জীবেরা এর দ্বারা বিভ্রান্ত হয় না..আর তার উদাহরণ হচ্ছে,তুমি যেই সমস্ত মহান ভক্তদের কথা বল্লে,তারাই উদাহরণ...


🌿একটা দুঃখ যাবে,আরেকটা  দুঃখ আসবে..মহান ভক্তেরা এর দ্বারা প্রভাবিত হয় না..সেইজন্য আমরা বারবার সেই সমস্ত মহান ভাগবতদের নিয়ে আলোচনা করি...


🌿যারা ভালো ভক্ত,তারা এই দুঃখের দ্বারা,এই সমস্ত পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয় না..


🌿ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রেখে,এগিয়ে যেতে হবে...


🌿তুমি যদি এই পরিস্থিতি না চাও,তোমার এই মনোভাবটাকে আরো শক্ত করো..


🌿কেনো বারবার ধাক্কা খাবো,আমি চাইনা এইসব..কেনো মানুষকে মরতে হবে...কেনো মানুষকে এত কস্ট পেতে হবে..কেনো করোনা আসবে,ইত্যাদি ইত্যাদি..,যদি সত্যিকারের এই প্রশ্নগুলো তোমার মনে আসে,তাহলে ভালো ভক্ত হও,ভগবতধামে ফিরে যাও...সেইখানে এইসব কিচ্ছু নেই..


🌿আর মহান ভক্তরা এই জড়জগতে আসেন,

আর ভক্তিচারু স্বামী মহারাজ,উনি ছিলেন প্রভুপাদগত প্রান..


🌿এই শরীর আমাদের যতদিন থাকবে,শেষ নিশ্বাস পর্যন্ত এইসব হতেই থাকবে..


🌿তাই ভালো ভক্ত হয়ে ভগবতধামে ফিরে যাও..


🌿এই জগৎ কেনো কস্টময়,কারন ভগবান এই জগৎ এমনভাবেই সৃষ্টি করেছেন,যাতে বদ্ধজীবেরা যারা স্বাধীনভাবে জীবন-যাপন করতে চায়,ভগবান, ব্যাতীত কৃষ্ণ বর্হিমূখ হয়ে,তারা এই জগত থেকে শিক্ষা পাবে...


🌿এই জগৎ হচ্ছে ভদ্রলোকের জন্য নয়,যা প্রভুপাদ বারবার বলতেন...


🌿তাই যারা ভদ্রলোক তারা এই প্রশ্নের উত্তর ভালো করে বুঝে,আর এই জগতে থাকতে চায়না...


🌿গুরু গৌরাঙ্গের আর্শিবাদ নিয়ে, বৈষ্ণবদের আর্শিবাদ নিয়ে,প্রভুপাদ যেইভাবে বলেছেন,এই জগৎ থেকে উদ্ধার পাওয়া যায়,সেই উপদেশ গুলোকে হৃদয়ে ধারন করে,পালন করে,পোষন করে এগিয়ে যেতে হবে...


🌿আমাদের জীবনে অনেক দুঃখ,কস্ট আসবে..একদম বিভ্রান্ত হবে না...


#শ্রীপাদ_নাড়ু_গোপাল_দাস_প্রভু (জপক্লাস,০৩-০৫-২০২১)


Post a Comment

0 Comments