'বৈশাখ মাস সম্পর্কে গুরুমহারাজের বিশেষ বার্তা
আমার প্রিয় দীক্ষা, শিক্ষা, আশ্রিত, আকাঙ্ক্ষী শিষ্যগণ ও শুভাকাঙ্ক্ষীগণ,
আমার আশীর্বাদ গ্রহণ করুন। শ্রীল প্রভুপাদের জয়!
কৃষ্ণ বলেছেন, সকল মাসের মাঝে কার্তিক সর্বোত্তম, কিন্তু কিছু পুরাণে বলে যে কার্তিকের চেয়ে মাঘ শ্রেয় এবং মাঘের চেয়ে বৈশাখ শ্রেয়। যেকোনভাবে, কিছু সেবার জন্য, যেমন দান, জপ, স্নান ও ভোরে জাগরণ এবং ভগবানের আরাধনা, বৈশাখ একটি বিশেষ মাস। দান ও সাধারণভাবে ভক্তিমূলক সেবা বৃদ্ধির জন্য বৈশাখ বিশেষ কৃপাময় একটি মাস।
কেউ যদি ইতোমধ্যেই প্রতিদিন ষোল মালা জপ এবং মঙ্গল আরতিতে অংশগ্রহণ করে থাকেন এবং সাধারণভাবে সম্পূর্ণভাবে ভক্তিমূলক সেবায় জড়িত থাকেন, তাহলে অবশ্যই প্রতিমাসেই সে সবগুলো মাসের সুফল লাভ করে। কিন্তু কেউ যদি সম্পূর্ণভাবে নিরামিষভোজী না হয়ে থাকে বা জপ না করে বা পূর্ণ ষোল মালা জপ না করে, তাহলে এটি তাদের ক্ষেত্রে কিছু বেশি জপ করার জন্য, একটু বেশি দানের জন্য বা কোনকিছু বেশিহারে করার জন্য একটি ভালো মাস। উদাহরণস্বরূপ, তারা এমাসে নির্ধারিত কিছুদিন মঙ্গল আরতি করার প্রতিজ্ঞা করতে পারে।
ইতোমধ্যে বৈশাখ মাসের এক সপ্তাহের বেশি পার হয়ে গিয়েছে, কিন্তু তবুও আমরা এ মাসের সুযোগ নিতে পারি, এক, দুই বা তিন দিনের জন্যে হলেও। আমরা যতটুকুই করি না কেন তাতে উপকার হবে। যদি আমরা দুই সপ্তাহ পালন করতে পারি, সেটিও দারুণ হবে।
দয়া করে ভেবে দেখুন, এই বৈশাখ মাসে কীভাবে আপনি আপনার ভক্তিমূলক সেবা বৃদ্ধি করতে পারেন। বিশেষ করে নৃসিংহ চতুর্দশী বা তার পরবর্তী একাদশী তিথিগুলো খুব পবিত্র। এরপর চন্দ্রোদয়ের তৃতীয় দিন আছে, যা অক্ষয় তৃতীয়া নামে পরিচিত।
অক্ষয় তৃতীয়া হল ত্রেতা যুগের প্রারম্ভের দিন বা বার্ষিকী এবং বলা হয় যে যেকোন ভক্তিমূলক সেবা বা দান আপনি এদিনে করবেন তা চিরকাল থাকবে! তাই দয়া করে সেদিনের সকল কৃপা লাভ করুন। যদি আপনি ইতোমধ্যেই পূর্ণ কৃপা লাভ না করতে থাকেন, তাহলে ভক্তিমূলক সেবা বৃদ্ধি করে কিছু কৃপা বেশি লাভ করার এটি একটি সুযোগ।
কিছু কিছু জিনিস আপনাকে শত গুণ বেশি সুফল দেয়, কিছু কিছু আরো বেশি, এমনকি লক্ষ গুণ অধিক সুফল বয়ে আনে।
আপনাদের শুভাকাঙ্ক্ষী সর্বদা,
জয়পতাকা স্বামী।
0 Comments