জগন্নাথ লীলায় আজকের নিবেদন ঃ আমাদের কম্বলগুলি কোথায়.



জগন্নাথ লীলায় আজকের নিবেদন ঃ


    🔺আমাদের কম্বলগুলি কোথায়.❓🔺


#শ্রীধাম মায়াপুরের নিকটতম রাজাপুর জগন্নাথ মন্দিরে তখন ঋতু পরিবর্তনে কিছুটা শীত পড়তে শুরু করেছিল। সেখানে তখনও শ্রীবিগ্রহ সমুহের গায়ে চাদর দেওয়া শুরু করা হয়নি। সাধারণত ওড়ন ষষ্ঠির দিনে বিগ্রহ সমুহকে মাড় বস্ত্র পরানো হয় এবং ঐ দিন শীতকালের শুরু হিসাবে ধরা হয়। এই ঘটনাটি যখন ঘটে তখন ওড়ন ষষ্ঠি আসেনি কিন্তু তবুও বেশ শীত পড়তে শুরু করেছিল। 


#তারপর একদিন পুজারী স্বপ্নে দেখলেন যে, তিনি যখন নিদ্রামগ্ন তখন কেউ এসে দরজায় ধাক্কা দিচ্ছে সুতরাং তিনি উঠে পড়লেন। দরজা খুলতেই দেখলেন যে, জগন্নাথ বলদেব ও সুভদ্রার ছোট বিগ্রহগুলি পিট মাটিতে দিয়ে শয়ন করে আছেন। তারা শীতে কাঁপছে এবং তারা তাঁকে জিজ্ঞাসা করলেন কেন তোমরা আমাদের কম্বল দিচ্ছনা? তোমাদের তো একটা কম্বল রয়েছে আমাদের টা কোথায়? তোমরা লেপের নিচে বেশ আরামে নিদ্রা যাচ্ছো, তোমাদের কি মনে হচ্ছেনা আমাদেরও শীত করছে!


#পরবর্তীতে তার পরদিন থেকেই পূজারী শ্রীজগন্নাথ-বলদেব-সুভদ্র মহারাণীকে মাড় বস্ত্র পড়ানো শুরু করে দেন।

Post a Comment

0 Comments