🌱শিশুদের অর্থপূর্ণ নাম
▫
এই পর্বে থাকছে ছেলেদের নাম।
▫️
🌱অ
▫️
অকিঞ্চন
অক্ষয়
অখিল (সমস্ত)
অখিলাত্মা
অখিলেশ
অগ্নিকুমার (কার্তিক)
অগ্নিদেব
অঙ্কন
অঙ্কুর
অঙ্গদ
অংশু (প্রভা)
অচিন্ত্য
অচ্যুত
অচ্যুতানন্দ
অজয় (নদবিশেষ)
অজিত
অজিতেশ্বর
অজেয়
অঞ্জন (চোখের প্রসাধনী)
অটল (দৃঢ়)
অতনু
অতুল
অত্রিমুনি
অদ্বৈত
অনঙ্গমোহন (শ্রীকৃষ্ণ)
অনন্ত
অনন্য
অনাদি
অনিন্দ্য
অনিমেষ (অপলক, স্থির)
অনিরুদ্ধ
অনির্বাণ (নেভে না এমন)
অনিল (বাতাস)
অনীক (সৈন্যদল, সংগ্রাম)
অনুজ
অনুত্তম (সর্বোৎকৃষ্ট)
অনুপ (অনুপম)
অনুপম
অনুরাগ
অন্তর
অন্বয় (অনুবৃত্তি)
অন্বেষ
অন্বেষণ
অপরাজেয়
অপরূপ
অপূর্ব
অবনী, অবনি (পৃথিবী)
অবিনাশ
অভয়
অভয়চরণ
অভি (উপসর্গবিশেষ)
অভিজিৎ (নক্ষত্রবিশেষ, জয়ী)
অভিনন্দন
অভিনব
অভিমন্যু
অভিরাম (মনোহর)
অভিলাষ
অভিষেক
অভী (সাহসী)
অভীক, অভিক (সাহসী)
অভ্র (মেঘ, আকাশ)
অমিত (অপরিমেয়)
অমিতাভ (অসীম জ্যোতি যার)
অমিয়
অমৃত
অম্বরীষ
অম্লান
অয়ন (পথ, শাস্ত্র, ভূমি, গৃহ, সূর্যের গতি)
অরণ্য
অরবিন্দ (পদ্ম)
অরিজিৎ
অরিত্র (নৌকাদির হাল)
অরিন্দম
অরুণ
অরূপ
অর্ক (সূর্য)
অর্ঘ (পূজা)
অর্ঘ্য (পূজার উপকরণ)
অর্চন
অর্চিত (পূজিত)
অর্জন
অর্জুন
অর্ণব (সমুদ্র)
অর্পণ
অলক (চুল, মেঘ)
অশেষ
অশোক
অশ্বিনীকুমার
অসিত (শ্যামল)
▫️
🌱আ
▫️
আকাশ
আত্মারাম
আত্রেয়
আদিত্য
আদিদেব
আদিনাথ
আদিপুরুষ
আদৃত (সমাদৃত)
আনন্দ
আনন্দগৌর
আনন্দবর্ধন
আবির
আরাধ্য
আশিস্
আশুতোষ (শিব)
আশ্রয়
আয়ুষ
▫️
🌱ই
▫️
ইক্ষ্বাকু
ইন্দুভূষণ (শিব)
ইন্দ্র
ইন্দ্রদ্যুম্ন
ইন্দ্রনীল (নীলকান্তমণি)
ইন্দ্রপতি
ইন্দ্রপালক
ইন্দ্রসুত (জয়ন্ত, অর্জুন, বানররাজ বালী)
ইন্দ্রসেন (যুধিষ্ঠিরের সারথি)
ইমন (রাগিণীবিশেষ)
ইরাবান (অর্জুনপুত্র)
▫️
🌱ঈ
▫️
ঈশপ্রকাশ
ঈশান (শিব)
ঈশ্বরচন্দ্র
ঈশ্বরপুরী
▫️
🌱উ
▫️
উচ্ছ্বাস
উজ্জ্বল
উৎকর্ষ (উৎকৃষ্টতা)
উৎকল (উড়িষ্যা)
উৎপল
উৎস
উত্তম
উত্তমানন্দ
উত্তানপাদ
উত্তিষ্ঠ (ওঠো)
উদয়
উদ্ধব
উন্মেষ
উপেন্দ্র (বামন অবতার)
উমাপতি
উমেশ (শিব)
▫
🌱ঊ
ঊষাপতি
▫️
🌱ঋ
▫️
ঋতুজিৎ
ঋতুদ্বীপ
ঋতুরাজ
ঋদ্ধ (সমৃদ্ধিযুক্ত)
ঋদ্ধি (সর্বাঙ্গীণ উন্নতি)
ঋদ্ধিমান (সমৃদ্ধ)
ঋভু (দেবতা)
ঋষভ
ঋষি
ঋষ্য (সুনয়ন, হরিণ)
ঋষ্যশৃঙ্গ
▫
🌱এ
একনাথ
একেশ্বর
▫
🌱ঐ
ঐক্য
ঐন্দ্র
▫
🌱ও
ওম
▫
🌱ঔ
ঔদার্য
▫️
🌱ক
▫️
কজ্জল (কাজল)
কনক (স্বর্ণ)
কপিল
কমল
কমলাকর (পদ্মবহুল জলাশয়)
কমলাকান্ত
কমলাক্ষ
কমলাপতি
করুণা
করুণাসিন্ধু
কর্ণপুর
কর্দমমুনি
কল্পতরু
কাঞ্চন
কানন
কানাই
কানাইয়া
কানুপ্রিয়
কান্ত (কমনীয়, প্রিয়)
কাব্য
কার্তিক
কার্তিকেয়
কিশোর
কীর্তন
কুমুদ (লাল/শ্বেতপদ্ম)
কুশল (মঙ্গল, দক্ষ)
কৃপানিধি
কৃপাময়
কৃপালু
কৃপাসিন্ধু
কৃষ্ণ
কৃষ্ণকান্ত
কৃষ্ণকীর্তন
কৃষ্ণচন্দ্র
কৃষ্ণদাস
কৃষ্ণানন্দ
কেশব
কৌশল
কৌশিক (রেশমী, বিশ্বামিত্র)
ক্ষিতীশ (রাজা)
ক্ষীরোদ (ক্ষীরসমুদ্র)
▫
🌱খ
খোকা
খোকন
▫️
🌱গ
▫️
গগন
গঙ্গাদাস
গণেশ
গদাধর
গিরিধারী
গিরিরাজ
গিরীশ (শিব)
গোকুল
গোকুলপতি
গোকুলানন্দ
গোপবন্ধু
গোপাল
গোপীকান্ত
গোপীনাথ
গোবর্ধন
গোবিন্দ
গোলকপতি
গৌতম
গৌর
গৌরকিশোর
গৌরগোপাল
গৌরগোবিন্দ
গৌরচন্দ্র
গৌরব
গৌরমোহন
গৌরসুন্দর
গৌরহরি
গৌরা
গৌরাঙ্গ
গৌরীদাস
▫
🌱ঘ
ঘনশ্যাম
▫
ঙ
❌
▫️
🌱চ
▫️
চকোর (পক্ষীবিশেষ)
চক্রপাণি
চতুরাত্মা
চন্দন
চন্দ্রকান্ত (মণিবিশেষ)
চন্দ্রকিশোর
চন্দ্রবদন
চন্দ্রমোহন
চন্দ্রমৌলি (শিব)
চন্দ্রশেখর
চমক (বিষ্ময়)
চম্পক (চাঁপাফুল)
চয়ন (সংগ্রহ)
চিত্রক (তিলক)
চিত্রকর্মা (অদ্ভুত কার্য করে এমন)
চিত্রকূট
চিত্রভানু (অগ্নি, সূর্য)
চিন্ময়
চিরঞ্জীব
চেতক (চেতনা দানকারী)
চৈতন্য
▫
ছ
❌
▫️
🌱জ
▫️
জগদানন্দ
জগদীশ
জগদ্গুরু
জগন্নাথ
জগন্নিবাস
জগন্ময় (পরমেশ্বর)
জগমোহন (পৃথিবীকে মুগ্ধ করে এমন)
জনার্দন
জন্মেজয় (মহারাজ পরীক্ষিতের পুত্র)
জয়
জয়তীর্থ
জয়দেব
জয়ন্ত (ইন্দ্রপুত্র, শিব, ভীমের ছদ্মনাম)
জয়াদ্বৈত
জয়ানন্দ
জিতেন্দ্রিয়
জিৎ (জয়কারী)
জিষ্ণু (বিজয়ী, বিষ্ণু, অর্জুন)
জীবিতেশ (প্রাণেশ্বর)
জ্যোতির্ময়
▫
🌱ঝ
▫️
ঝলক (সং. জ্বলকা)
ঝুলন
▫
ঞ, ট, ঠ, ড, ঢ, ণ
❌
▫️
🌱ত
▫️
তনয় (পুত্র)
তন্ময়
তপন (সূর্য)
তপস্বী
তপেশ্বর
তমাল
তরঙ্গ
তরুণ
তাপস (তপস্বী)
তারক (উদ্ধারকারী)
তারকনাথ (শিব)
তারণ
তিরুপতি
তিলক
তীর্থ
তীর্থঙ্কর (সিদ্ধপুরুষ)
তীর্থরাজ
তুষ্টাত্মা
তুষার
তুহিন (তুষার)
ত্রিনয়ন
ত্রিবিক্রম
ত্রিভঙ্গ
▫
থ
❌
▫️
🌱দ
▫️
দশরথ (যার রথ দশদিকেই চলতে পারে)
দয়াময়
দয়াসিন্ধু
দামোদর
দিগন্ত
দিনমণি
দিনেশ (সূর্য)
দিবাকর (সূর্য)
দিব্য
দিব্যজ্যোতি
দিব্যদর্শন
দিব্যদর্শী
দিব্যম্
দিব্যরূপ
দিব্যশক্তি
দিব্যসিংহ
দীননাথ
দীনপাবন
দীনবন্ধু
দীনেশ্বর
দীপ (বাতি)
দীপক (প্রদীপ)
দীপন (দীপ্তকরণ)
দীপ্ত
দুর্জয়
দুর্লভ
দেব
দেবকীনন্দন
দেবদত্ত ( অর্জুনের শঙ্খ)
দেবজ্যোতি
দেবদুলাল
দেবধর্ম
দেবপতি
দেবপ্রিয়
দেবব্রত (ভীষ্ম)
দেবর্ষি
দেবরাজ
দেবল
দেবাংশু
দেবাত্মা
দেবানন
দেবানন্দ
দেবামৃত
দেবেন্দ্র (ইন্দ্র)
দেবেশ (শ্রীকৃষ্ণ)
দোলন
দ্বারকা
দ্বারকেশ
দ্বারিকানাথ
দ্বিজপতি
দ্বিজমণি
দ্বিজরাজ
দ্বিজেশ্বর
দ্বৈপায়ন (ব্যাসদেব)
▫️
🌱ধ
▫️
ধনঞ্জয় (অর্জুন)
ধরণী
ধরণীধারণ
ধীমান (জ্ঞানী)
ধীর কানাই
ধৃতিমান
ধৃষ্টদ্যুম্ন
ধ্রুব
▫️
🌱ন
▫️
নকুল (শিব)
নক্ষত্র
নচিকেতা
নদীয়া
নন্দন (পুত্র, আনন্দদায়ক)
নন্দসূত
নবদ্বীপ
নবরূপ
নবীন
নয়ন
নয়নানন্দ
নয়ান (নয়ন)
নরহরি
নরেন্দ্র (রাজা)
নরেশ (রাজা)
নরোত্তম
নারদ
নারায়ণ
নিকুঞ্জ (লতাগৃহ)
নিকেতন
নিতাই
নিত্য
নিত্যসেবক
নিত্যানন্দ
নিবাস
নিমাই
নিমেষ (মুহূর্তকাল)
নিরঞ্জন
নিরুপম
নির্জন
নির্ঝর
নির্মল
নিলয়
নীরাজন (আরতি)
নীল
নীলকণ্ঠ (শিব)
নীলকান্ত
নীলকান্তমণি (দুর্লভ প্রস্তর বিশেষ)
নীলমণি (শ্রীকৃষ্ণ)
নীলমাধব
নীলাচল
নীলাদ্রি (জগন্নাথপুরি)
নীলাম্বর
নীলোৎপল
নীহার (বরফ)
নৃসিংহ
▫️
🌱প
▫️
পঙ্কজ (পদ্ম)
পঞ্চম
পদ্মনয়ন
পদ্মনাভ
পদ্মনেত্র
পদ্মপাণি
পদ্মমুখ
পদ্মলোচন
পবন
পবিত্র
পরম
পরমদয়ালু
পরমপতি
পরমপুরুষ
পরমানন্দ
পরমেশ্বর
পরশুরাম
পরাগ (ফুলরেণু)
পরাশর
পরিতোষ
পরিমল (চন্দনাদির সুগন্ধ)
পরীক্ষিৎ
পলাশ
পল্লব
পাঞ্চজন্য
পাণ্ডব
পান্থ (পথিক)
পাবন (পবিত্রকারী)
পারিজাত
পার্থ
পার্থসারথি
পার্বণ
পিনাক (শিবধনু, ত্রিশূল)
পিনাকী (শিব)
পীতাম্বর
পীযূষ (অমৃত)
পুণ্ডরীক (শ্বেতপদ্ম)
পুণ্ডরীকাক্ষ
পুণ্যশ্লোক
পুরন্দর (ইন্দ্র)
পুরুষোত্তম
পুলক
পুষ্কর (পদ্ম, জল, আকাশ, তীর্থবিশেষ)
পুষ্পক (রথবিশেষ)
পূজন
পূর্ণ
পূর্ণচন্দ্র
পূর্ণব্রহ্ম
পূর্ণানন্দ
পূর্ণাবতার
পূর্ণেন্দু (পূর্ণিমার চাঁদ)
পৃথু (মহৎ)
পুথ্বীরাজ
প্রকর্ষ (উৎকর্ষ)
প্রকাশ
প্রচেতা (প্রশান্তচিত্ত)
প্রণব
প্রণয়
প্রতাপ
প্রতীক
প্রত্যয় (বিশ্বাস)
প্রত্যুষ
প্রদীপ
প্রদোষ (রাত্রির প্রথম ভাগ)
প্রদ্যুম্ন
প্রদ্যোত (দীপ্তি)
প্রফুল্ল
প্রবীর
প্রবেশ
প্রভাকর (সূর্য)
প্রভাত
প্রভাস
প্রমথেশ (শিব)
প্রমিত
প্রমোদ
প্রয়াগ
প্রয়াস
প্রলয়
প্রশান্ত
প্রসন্ন
প্রসাদ
প্রসূন (ফুল)
প্রহ্লাদ
প্রাঞ্জল
প্রাণকৃষ্ণ
প্রাণনাথ
প্রাণপ্রিয়
প্রাণেশ
প্রাণেশ্বর
প্রান্ত
প্রিয়দর্শন
প্রিয়দর্শী
প্রিয়ব্রত
প্রিয়সখা
প্রেম
প্রেমময়
প্রেমাঞ্জন
প্রেমানন্দ
প্লাবন
▫
ফ
ফটিক
ফাল্গুন (অর্জুন)
▫️
🌱ব
▫️
বংশী
বংশীবদন
বকুল
বচন
বরুণ
বলদেব
বলভদ্র
বলরাম
বলাই
বসুদেব
বাঁধন
বাল্মীকি
বাসুদেব
বিকাশ
বিক্রম
বিচিত্র
বিজন (নিভৃত)
বিজয়
বিদুর
বিদ্যাধর
বিদ্যাপতি
বিদ্যাভূষণ (পণ্ডিত)
বিদ্যুৎ
বিধান
বিধু (চাঁদ)
বিনম্র
বিনয়
বিনোদ
বিপুল
বিপ্র
বিপ্লব
বিভাস (উজ্জ্বল প্রকাশ)
বিভু (পরমেশ্বর)
বিমল
বিরাজ
বিরাট
বিরোচন (সূর্য, চন্দ্র, অগ্নি)
বিলাস
বিশাই (বিশ্বকর্মা)
বিশাখ (কার্তিক)
বিশাল
বিশুদ্ধ
বিশ্ব
বিশ্বজিৎ
বিশ্বনাথ
বিশ্বপতি
বিশ্বপ্রাণ
বিশ্বম্
বিশ্বম্ভর
বিশ্বরূপ
বিশ্বাবসু
বিষ্ণু
বিষ্ণুজন
বিষ্ণুদূত
বীরচন্দ্র
বীরভদ্র (নিত্যানন্দ প্রভুর পুত্র)
বৃন্দাবন
বৃষভানু
বেণু
বেণুধারী
বেণুমাধব
বৈজয়ন্ত (ইন্দ্রপুরী)
বৈকুণ্ঠ
বৈয়াসকি (ব্যাসপুত্র শুকদেব)
ব্যাস
ব্যাসদেব
ব্রজ
ব্রজকিশোর
ব্রজনাথ
ব্রজবল্লভ
ব্রজমোহন
ব্রজরাজ
ব্রজলীলা
ব্রজেশ্বর
ব্রহ্মানন্দ
▫️
🌱ভ
▫️
ভক্তকৃপা
ভক্তপ্রাণ
ভক্তপ্রিয়
ভজন
ভবানন্দ
ভবেশ (শিব)
ভরত
ভরদ্বাজ
ভাগবত
ভানু
ভাস্কর (সূর্য)
ভীষ্ম
ভুবন
ভুবনেশ্বর
ভূষণ
ভৃগুমুনি
ভৃঙ্গ (ভ্রমর)
▫️
🌱ম
▫️
মথুরা
মথুরাপতি
মথুরেশ
মধুদ্বিষ
মধুমঙ্গল
মধুসূদন
মনমোহন
মনু
মনোরম
মনোহর
মলয় (পর্বতমালাবিশেষ, স্বর্গীয় উদ্যান, স্নিগ্ধ দখিনা বাতাস)
মহৎ
মহাদেব
মহানিতাই
মহামন্ত্র
মহাসংকীর্তন
মহীন্দ্র (রাজা)
মহেন্দ্র (ইন্দ্র, পর্বতবিশেষ)
মহেশ
মাখন
মাধব
মাধবেন্দ্র
মানস
মানিক
মিলন
মিহির (সূর্য)
মুকুন্দ
মুকুল
মুগ্ধ
মুরলী
মুরলীধর
মুরারি
মৃণাল (পদ্মের নাল)
মৃণ্ময়
মৃত্যুঞ্জয়
মৈত্রেয়
মৃদুল (কোমল)
মোহন
মোহনবাঁশী
▫️
🌱য
▫️
যজ্ঞেশ্বর
যতীন্দ্র
যদুনন্দন
যদুনাথ
যদুপতি
যদুবর
যাদব
যুধিষ্ঠির
যুবরাজ
যোগানন্দ
যোগেশ
যোগেশ্বর
▫️
🌱র
▫️
রঘু (শ্রীরামচন্দ্রের প্রপিতামহ)
রঘুনন্দন
রঘুনাথ
রঘুপতি
রঘুমণি (শ্রীরামচন্দ্র)
রঙ্গপ্রিয়
রজত (রৌপ্য)
রজনীকান্ত (চন্দ্র)
রঞ্জন (আনন্দদায়ক)
রঞ্জিত
রণছোর
রণজয়ী
রতন
রবি
রবিজা
রবীন্দ্র
রমণপ্রিয়
রমাকান্ত
রমেশ (বিষ্ণু)
রসময়
রসমাধব
রসরাজ
রসসিন্ধু
রসিকরমণ
রসিকানন্দ
রাকেশ
রাঘব (শ্রীরামচন্দ্র)
রাঘবেন্দ্র
রাজ
রাজা
রাজকুমার
রাজন্
রাজবল্লভ
রাজশেখর
রাজীব (পদ্ম)
রাজীবলোচন
রাজেন্দ্র
রাজেশ্বর
রাতুল
রাধাকান্ত
রাধানাথ
রাধাবিনোদ
রাধামোহন
রাধারমণ
রাম
রামচন্দ্র
রামলীলা
রামানন্দ
রামানুজ
রামেশ্বর
রাসবিহারী
রাসেশ্বর
রুদ্র
রূপ-সনাতন
রূপক (রৌপ্যমুদ্রা, নাটক)
রূপণ (বর্ণন, অভিনয়)
রূপম্
রূপময়
রূপানুগ
রূপেশ্বর
রোহিত (রক্তবর্ণ)
▫️
🌱ল
▫️
লক্ষ্মণ
লগন (লগ্ন এর কথ্য রূপ)
লব
ললিত (সুন্দর)
লিখন (লেখা)
লীলাকান্ত
লীলাময়
লীলামূর্তি
লীলারাজ
লোকপতি
লোকেশ
লোচন
▫️
🌱শ
▫️
শক্তি
শঙ্কর
শঙ্কু (অস্ত্রবিশেষ)
শঙ্খ
শচীদুলাল
শচীনন্দন
শচীন্দ্র (ইন্দ্র)
শচীসূত
শম্ভু
শরণাগত
শরৎ
শরৎচন্দ্র
শরদিন্দু (শরৎকালের চাঁদ)
শশধর
শশাঙ্ক
শশিকান্ত (কুমুদ)
শশিভূষণ (শিব)
শান্ত
শান্তনু
শারদ
শালগ্রাম
শাশ্বত
শিব
শিবনাথ
শিবম্
শিবানন্দ
শিমুল
শিশির
শীতল
শীতাংশু (চন্দ্র)
শুকদেব
শুভ
শুভঙ্কর (মঙ্গলজনক)
শুভদীপ (মঙ্গলপ্রদীপ)
শুভনিতাই
শুভম্
শুভময়
শুভাত্মা
শুভেন্দু
শুভ্র
শুভ্রদ্বীপ
শেখর (কিরীট, চূড়া)
শৈলেন্দ্র
শৈলেশ (হিমালয়)
শোভন (সুন্দর, উপযুক্ত)
শৌনক
শৌর্য (বীরত্ব)
শৌরি (শ্রীকৃষ্ণ)
শাশ্বত
শ্যাম
শ্যামকিশোর
শ্যামদাস
শ্যামনাম
শ্যামমূর্তি
শ্যামরূপ
শ্যামল
শ্যামসুন্দর
শ্যামানন্দ
শ্রবণ
শ্রীকণ্ঠ
শ্রীকান্ত
শ্রীক্ষেত্র
শ্রীদাম
শ্রীধর
শ্রীনাথ
শ্রীপতি
শ্রীবাস
শ্রীমান্
শ্রুতকীর্তি
শ্রুতিধর
শ্রুতিপ্রিয়
শ্রেয়ান্ (শ্রেষ্ঠ)
▫
ষ
ষড়ভুজ
▫️
🌱স
▫️
সখা
সঙ্কর্ষণ
সঙ্কল্প
সংকীর্তন
সচ্চিদানন্দ
সজল
সজীব
সঞ্চয়
সঞ্জয়
সঞ্জীবন
সত্য
সত্যক (সাত্যকির পিতা)
সত্যকাম
সত্যনিষ্ঠ
সত্যপ্রিয়
সত্যবান
সত্যব্রত
সত্যমেধা
সত্রাজিৎ
সদ্গতি
সদানন্দ
সদাশিব
সনক
সনৎকুমার
সনন্দ
সনাতন
সন্তোষ
সন্দীপন (প্রজ্বালক)
সপ্তক
সপ্তম
সপ্তর্ষি
সবুজ
সব্যসাচী
সমপ্রাণ (অন্তরঙ্গ)
সমীর
সমীরণ
সম্রাট
সর্বতারক
সর্বদেব
সর্বমঙ্গল
সরযু, সরযূ
সরসিজ (পদ্ম)
সরোজ (পদ্মফুল)
সলিল (জল)
সহদেব
সাগর
সাত্যকি
সাধন
সানন্দ
সান্দীপনি
সাম্য
সিঞ্চন
সিদ্ধার্থ (সফলকাম)
সীমন্ত (মস্তক)
সীমান্ত
সুকণ্ঠ
সুকান্ত
সুকীর্তি
সুকুমার
সুকৃতি
সুচন্দন
সুজয়
সুতনু (সুঠাম)
সুতপা (কঠোর তপস্বী, সূর্য)
সুদর্শন
সুদিন
সুদীপ্ত
সুধন্য
সুধর্ম
সুধাংশু
সুনন্দন
সুনয়ন
সুনির্মল
সুন্দরানন্দ
সুকেশ
সুদামা
সুদীপ
সুদেব
সুপর্ণ
সুবর্ণ
সুবল
সুবিজয়
সুব্রত
সুবাহু
সুবীর
সুভাষ
সুমঙ্গল
সুমন
সুমিত
সুমুখ
সুমন্ত্র
সুমেধা
সুরঞ্জিত
সুরথ
সুরনাথ
সুরপতি
সুরম্য
সুরেন্দ্র (ইন্দ্র)
সুরেশ
সুরেশ্বর (ইন্দ্র, শিব)
সুলোচন
সুলক্ষণ
সুশান্ত
সুশীল
সুসখা
সুস্মিত
সূর্য
সৃজন
সেতু
সৈকত
সোম (চন্দ্র)
সোমতীর্থ (প্রভাসতীর্থ)
সোমনাথ
সোহন
সৌপ্তিক
সৌমিত্র (লক্ষ্মণ বা শত্রুঘ্ন)
সৌমেন
সৌম্য
সৌরভ
স্নিগ্ধ
স্পন্দন
স্বজন
স্বপন
স্বরাট্ (ঈশ্বর)
স্বরূপ
স্বাক্ষর
স্বাগত
স্বাধীন
▫️
🌱হ
▫️
হর্ষবর্ধন
হংসদূত
হংসরথ (ব্রহ্মা)
হরপ্রসাদ
হরি
হরিচরণ
হরিদাস
হরিপ্রসাদ
হরিপ্রাণ
হরিপ্রিয়
হরিপ্রেম
হরিভক্ত
হরিশৌরি
হয়গ্রীব
হলধর
হার্দিক (আন্তরিক)
হিমাংশু (চন্দ্র)
হিমাদ্রি (হিমালয় পর্বতশ্রেণী)
হিমেল
হিরন্ময় (ব্রহ্মা)
হৃদয়
হৃদয়চৈতন্য
হৃদয়বল্লভ
হৃদয়ানন্দ
হৃষীকেশ
হেমন্ত
▫
ড়, ঢ়, য়, ৎ, ং, ঃ, ঁ
❌
▫️
লক্ষ্য করুন
★শিশুর জন্মের সময় অনুসারে রাশি নির্ণয় করুন।
★ রাশির নির্ধারিত বর্ণ অনুযায়ী নামকরণ করুন।
★ ১১শ কিংবা ১২শ দিবসে নামকরণ সংস্কার সম্পন্ন করুন। কোন কারণবশত নামকরণ না হলে ১০১তম দিবসে সম্পন্ন করুন। একবছর পরেও (জন্মতিথিতে) নামকরণের বিধান রয়েছে।
★ নির্বাচিত নামটি পিতা শিশুর মায়ের বামকানে বলবে। (তোমার পুত্র/কন্যার নাম... )। তারপর পিতা শিশুর ডানকানে নামটি বলবে। (তোমার নাম...)
★ নামকরণ সংস্কার সম্পন্নের জন্য আপনার নিকটস্থ অভিজ্ঞজনের শরণাপন্ন হোন।
★ আধুনিকতার নামে অর্থহীন নাম পরিহার করুন।
ধন্যবাদ। হরেকৃষ্ণ!
0 Comments