শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরুমহারাজের ক্লাসের দুইটি লীলা

 🌼***শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরুমহারাজের ক্লাসের দুইটি লীলা...***🌼




১)..🌹আপনারা সবাই গুরু নানকের নাম শুনেছেন নিশ্চয়..


🌹তো উনি একজন অত্যন্ত ধনী ব্যক্তি,অনেক ধন-সম্পত্তি আছে,তার বাড়িতে গিয়েছিলেন...যখন গুরু নানক সেই ধনী ব্যক্তির বাড়িতে যান,তখন দেখেন অনেক গুলো পতাকা..অনেক পতাকা.,সব একসাথে..


🌹যখন গুরু নানক জিজ্ঞাসা করলেন,"এত পতাকা কেনো..?"তখন উনি শুনলেন,ওই ধনী ব্যক্তি উনাকে বল্লেন যে,এক হাজার স্বর্নমুদ্রা যখন উনি আয় করেন,তখন এক একটি পতাকা উনি দেন...


🌹এক হাজার স্বর্ন মুদ্রার জন্য এক একটি পতাকা..এতগুলো পতাকা..!তাহলে কত ধনী..!

এইটা বুঝাতে চাইছেন গুরু নানক যে,উনি কত ধনী...


🌹গুরু নানক বুঝতে পেরেছিলেন যে, এই ব্যক্তির এই ঐশ্বর্যর জন্য অত্যন্ত অহংকার..,এবং লোকদেরকে উনি দেখাচ্ছে যে,আমার এত ঐশ্বর্য আছে...


🌹 "নিজ কার্য নাহি তবু যান তার ঘর"...একজন ভগবানের শুদ্ধ ভক্ত নিজের কাজের জন্য গৃহস্থ ভক্তদের বাড়িতে যান না..তাদেরকে কৃপা করার জন্য,তাদেরকে উদ্ধার করার জন্য,ভগবত তত্ত্ব জ্ঞান প্রদান করার জন্য,তাদেরকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য ভগবানের শুদ্ধ ভক্তরা গৃহস্থদের বাড়িতে যান...


🌹গুরু নানক দেখলেন এই ব্যক্তি এত অহংকারী যে পতাকা লাগিয়ে দিয়ে উনার ঐশ্বর্য দেখাচ্ছে...


🌹গুরু নানক একটি সুচ ওই ধনী ব্যক্তিকে দিলেন এবং বল্লেন,আপনি দয়া করে এই সুচটি খুব সুরক্ষিত ভাবে রাখবেন,আমি পরে এসে নিয়ে যাবো...


🌹ওই ব্যক্তিটি অবাক হলেন যে গুরু নানকের মত একজন ব্যক্তি এই সাধারণ সুচ আমাকে দিচ্ছে,আর বলছে সুরক্ষিত রাখতে যে পরে এসে নিয়ে যাবে..!


🌹তো ওই ধনী ব্যক্তিটা জিজ্ঞেস করছে যে,আপনি কবে আসবেন,এইটা নিতে..?


🌹গুরু নানক বল্লেন,যে পরের জন্মে আসবো..পরের জন্মে আসবো,এই সুচটি নিতে আমি....


🌹ধনী ব্যক্তিটা অবাক হলেন.,বল্লেন পরের জীবনে আপনি কোথায় থাকবেন,আমি কোথায় থাকবো,,এইটা কি করে সম্ভব..!


🌹তখন গুরু নানক বল্লেন সাধারণ এই সুচটিকে তুমি পরের জীবনে নিয়ে যেতে পারবে না,তাহলে তোমার এইযে কোটি কোটি স্বর্ণমুদ্রা তুমি কি করে নিয়ে যাবে..!


🌹গুরু নানককে আর কিছু বলতে হয়নি...ওই ধনী ব্যক্তি বুদ্ধিমান ছিলো,..সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে,এবং ভক্তিপথ গ্রহণ করলেন...


🌼আর এই উদাহরনটি হচ্ছে- জড়জাগতিক সম্পত্তি আমাদের সাথে যাবে না...


🌼তাহলে কি যাবে..?


২..🌹একজন পাপী মানুষ,তার জীবন পাপে পরিপূর্ণ..সে একদিন বারান্দায় দাঁড়িয়ে আছে,আর প্রচুর ঝড়বৃষ্টি হচ্ছে...


🌹দেখছে সামনে একজন সাধু বৈষ্ণব,সে বৃষ্টিতে ভিজছে..ওই পাপী মানুষ বলছে,"সাধু,এইভাবে বৃষ্টিতে ভিজছো কেনো,আমার এইখানে থাকো,যতক্ষন না বৃষ্টিটা কমে,চলে আসো..এইভাবে বৃষ্টিতে ভিজছো কেনো..?চলে আসো..


🌹সাধু চলে এসেছে,,ওর বাড়িতে..,এবং কিছুক্ষণ ছিলো..


🌹পরবর্তী সময়ে যখন ওই পাপী ব্যক্তি মারা যায়,যমালয়ে গেছে,..যমরাজ চিত্রগুপ্তকে জিজ্ঞেস করছে,ওর জীবন কাহিনি বলো,এর ইতিহাস বলো..


🌹চিত্রগুপ্ত একটার পর একটা,একটার পর একটা, ও যে কত পাপী ছিলো তা বলতে শুরু করেছে..এবং শেষে বলছে চিত্রগুপ্ত যে,ও একটি ভালো কাজ করেছে..


🌹একদিন যখন বৃষ্টি হচ্ছিলো,সে এক সৎ সাধুকে,বৈষ্ণবকে সে কিছুক্ষনের জন্য আশ্রয় দিয়েছিলো...


🌹এইটা শুনে যমরাজ খুব খুশি হলো,এবং বল্লো,তুমি এত পাপ কাজ করেছো,কিন্তু একটা ভালো কাজ করেছো...!


🌹ঠিক আছে,তুমি বলো তুমি কোনটার ফল আগে চাও..?

আগে পাপের ফল ভোগ করতে চাও নাকি আগে পূর্ণ্যের ফল ভোগ করতে চাও...


🌹ওই লোকটি খুব চালাক ছিলো,সে বল্লো,যমরাজ আমি আগে পূর্ণ্যের ফল ভোগ করতে চাই..


🌹তার ফলে সে আরেকবার মনুষ্য জীবন লাভের সুযোগ পেলো..


🌹জাস্ট কিছুক্ষন ওই বৈষ্ণবকে আশ্রয় দিয়েছিলো,এর ফলে...


🌹কিন্তু ভগবানের আর্শিবাদে তার মনে ছিলো পূর্ব জীবনের ইতিহাস...উনি তখন ভাবলেন যদি আমি একজন সাধুকে শুধু আশ্রয় দেয়ার ফলে আমি আবার মনুষ্য জন্ম পাওয়ার সৌভাগ্য অর্জন করেছি..তাহলে এই জীবনে শুধু সাধুসেবাই করবো আর কিছু করবো না....ভগবানের নাম গ্রহন করবো,আর সাধু সেবাই করবো..আর কিছু করবো না...


🌹তো সেই জীবনে সে সাধু সেবা ও ভগবানের দিব্য নাম গ্রহন করার ফলে,ভগবত ধামে ফিরে যায়..তাকে আর ওই পাপের ফল ভোগ করতে হয়নি...


🌹তো যদি আমরা বুদ্ধিমান,বুদ্ধিমতি হই,আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করা উচিত,তাই না..?


🌹এত পরিশ্রম আমরা করি,এত ব্যবসা,চাকরি,ডাক্তার,ইঞ্জিনিয়ার,কি জন্য..?ভবিষ্যৎ কে সুরক্ষিত রাখার জন্য...


🌹কেনো আমরা বোকার মত কেবল আগামী ৩০,৪০,৫০ বছরের জন্য চিন্তা করবো..?কেনো তারপরের কথা চিন্তার করবো না..?কেনো তারপরের জীবনের কথা চিন্তা করবো না..?


🌹এই জপ হচ্ছে ভগবানেকে সন্তুষ্ট করার মাধ্যমে নিত্যকালের জন্য,আমাদের সুরক্ষিত রাখার উপায়..নিত্যকালের জন্য আমরা সুরক্ষিত..এইটাই যাবে আমাদের সাথে...


🌹"নামাশ্রয় করি,যতনে তুমি থাকোহ আপন কাজ", আপন কাজে মানে কি..?যে যেইটা খুশি সেইটা করবে..?এইটা আপন কাজ..?সকাল বেলা ১৬ মালা জপ করে নিলাম,আর যে যাই খুশি তাই করো..!!

কারন ভক্তিবিনোদ ঠাকুর তো বলেছেন," থাকোহ আপন কাজে"...


🌹আমার কাজ হচ্ছে সারাদিন উল্টা পাল্টা কাজ করা,.জপ হয়ে গেছে এখন উল্টা পাল্টা কাজ করবো..এইটা আপন কাজ...!!


🌹আপন কাজ মানে হচ্ছে, "জীবের স্বরুপ হয় কৃষ্ণের নিত্যদাস"... আমাদের একটা স্বরুপ আছে,আসল পরিচিতি আছে আমাদের..সেইভাবে  কিছু করতে হবে আমাদের..আর কিছু না...


#শ্রীপাদ_নাড়ু_গোপাল_দাস_প্রভু (জপক্লাস ০৫-০৬-২০২১)


****আপনারাও সকলে হরিনামের আরো অধিক মাহাত্ম্য ও জীবনকে সঠিক ভাবে নিয়ন্ত্রনের বিশেষ উপায় প্রভুর শ্রীমুখ থেকে শ্রবন করতে চাইলে,প্রতিদিন জপ ক্লাসে অংশ নিতে পারেন...

Post a Comment

0 Comments