ভার্চুয়াল, মিডিয়াতে কিভাবে গুরুদেবকে প্রেজেন্ট করবেন
১) গুরুদেবের কোন মৃত দেহের ছবি পোষ্ট করা যাবে না ।
২) গুরুদেবের জাগতিক পোষাক পড়া কোন ছবি পোষ্ট করা যাবে না ।
৩) গুরুদেব স্নান করছে বা খালি গায়ে এরকম কোন ছবি পোষ্ট করা যাবে না ।
৪) গুরুদেব ক্রিকেট বা ফুটবল খেলছে এরকম কোন ছবি পোষ্ট করা যাবে না ।
৫) অনেকেই নামের পাশে jps বা bcs লিখি এটা লেখা যাবে না ।
৬) গুরুদেব ঘুমিয়ে আছেন ঘুমানোর ছবি পোষ্ট করা যাবে না ।
৭) প্রোফাইল পিকে গুরুদেবের ছবি দেওয়া যাবে না । (তবে গুরুমহারাজের আবির্ভাব ও তিরোভাব দিবসের সময় দিতে পারবেন)
৮) গুরুদেবের কোন অসুস্থ হওয়ার ছবি পোষ্ট করা যাবে না ।
আপনার গুরুদেব আপনার হৃদয়ের অন্তঃস্থলের ব্যাপার। ইসকনের গুরুমহারাজদের সঠিক ও সুন্দরভাবে উপস্থাপনা করুন।
---- IDC Course তথ্যসূত্র
0 Comments