ডাক্তার পিতার অত্যন্ত প্রিয় বিচক্ষণ সন্তান ইংরেজি শিখার অনুরাগী ছিল শ্রীপাদ শ্রীনিবাস পন্ডিত দাস ব্রহ্মচারী। ঐ সময়ে  মায়ানমারে তেমন কেউ ইংরেজি জানতো না এবং পড়া মতো ইংরেজি বই পাওয়া যেত না ঐ স্থানে। সে ইংরেজি শিখার জন্য তার বাবার ডাক্তারী বই গুলো পড়তেন এবং আরও ইংরেজি বই খুজতে থাকে বাবার সংগ্রহ শালায়। বহু সুভাগ্যের ফলে তার বাবা লন্ডনে পড়ালেখার সময় একটা ইংরেজী "শ্রীমদ্ভগবদ গীতা যথাযথ" উপহার পেয়েছেন জন্মদিনে এক আমেরিকার বন্ধু হতে। কিন্তু তিনি সেই গীতা তেমন পড়িনি, তবে যত্ন করে মায়ানমার নিয়ে এসে তার সমস্ত বইয়ের সাথে রাখেন।


এই শ্রীমদ্ভগবদ গীতা যথাযথ শ্রীপাদ শ্রীনিবাস পন্ডিত প্রভু পাওয়ার পর অত্যন্ত আনন্দ লাভ করে। ওনি মনে করছে এখন এই বই হতে আমি ভালো ইংরেজি শিখতে পারবো। এই গীতা অধ্যায়ন করে তিনি ভগবানের ভক্ত হয়ে যায় এবং অনেক কষ্ট সহ্য করে কৃষ্ণ ভক্তদের যোগাযোগ করে। তার পরর্বতীতে তিনি একক সংগ্রামে মায়ানমারের চারটি কৃষ্ণ মন্দির তৈরি করে। তিনি মায়ানমারে জিবিসি ডিপুটি ম্যানেজার ও সন্ন্যাস মন্ত্রানালয়ের একজন সদস্য হিসাবে দ্বায়িত্ব পালন করছেন। 


কিন্তু আজ শুভ সকালে প্রভু বৃন্দাবন ধামে নশ্বরদেহ ত্যাগ করে  নিত্যধাম লাভ করেন।


সকলে প্রভুর জন্য প্রার্থনা করে তাঁর কৃপা লাভ করুন।

Post a Comment

0 Comments