“ আমার কিছু শিষ্য আছে যারা পাইলট বা বড় বড় বিমান পরিবহন কোম্পানি যেমন বোয়িং ৭৪৭ কোম্পনিতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে। তারা আমাকে বলেছে যে লাইসেন্স পাওয়ার জন্য তাদেরকে না দেখে কিভাবে বিমান উড়াতে হয় তা শিখতে হয়। আপনাদেরকে কেবল কতগুলি যন্ত্রের মাধ্যমে উড়তে হবে কারন আপনাদের ইন্দ্রিয়গুলি আপনাদেরকে সঠিকভাবে পরিচালনা করবে না সেখানে। মাটি থেকে অনেক উঁচুতে এবং বিভিন্ন চাপের পরিবর্তনের প্রভাবে আপনি মনে করতে পারেন যে বাম দিকে যাচ্ছেন, কিন্তু আপনি আসলে ডান দিকে যাচ্ছেন। আপনি হয়ত মনে করতে পারেন যে উঁচুতে উঠছেন কিন্তু আসলে নিচের দিকে নামছেন। মাটিতে চলাফেরা করার জন্য ইন্দ্রিয়গুলি মানিয়ে নিয়েছে, কিন্তু সমুদ্র থেকে ৮০০০ বা ৩৯০০০ ফুট উপরে ইন্দ্রিয়গুলো কাজ করবে না। তাই আপনাকে যন্ত্রের উপর নির্ভরশীল হতে হবে, ইন্দ্রিয়ের উপর নয়। যদি যন্ত্র বলে যে আপনি উপরে উঠেছেন তাহলে আপনি উপরেই উঠেছেন। আপনার কান যাই বলুক না কেন, আপনার ইন্দ্রিয় যাই বলুক না কেন, আপনাকে দেখতে হবে যন্ত্র কি বলে। 


তাই আধ্যাত্মিক জীবনেও আমাদেরকে শাস্ত্রের উপর নির্ভরশীল হতে হয়, এমনকি যদি আমাদের ইন্দ্রিয় অন্য কিছু বলে অথবা বলে যে এটা খুব ভাল বস্তু, তাহলেও আমাদেরকে শাস্ত্র অনুসরণ করতে হবে। আমাদেরকে যন্ত্রের সাহায্য নিয়ে উড়তে শিখতে হবে। সাধু, শাস্ত্র এবং গুরুর নির্দেশনায় আমাদেরকে উড়তে শিখতে হবে। এজগতে লোকদের মধ্যে দেখা যায় যে কিছু ভাল এবং কিছু খারাপ। কিন্তু ভৌতিক ভাল এবং ভৌতিক খারাপ – সবই জড় জাগতিক। এর থেকেও উচ্চতর যে এক আধ্যাত্মিক জগত রয়েছে তা আমাদেরকে জানতে হবে। "


~ শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ।

Post a Comment

0 Comments